ফিরল ২০০৪-এর স্মৃতি। ভয়াবহ সুনামিতে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৬২জনের মৃত্যু হল। আহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গভীর সমুদ্রে ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ করে জেগে ওঠাতেই দক্ষিণ সুমাত্রা ও পশ্চিম জাভা উপকূলে আছড়ে পড়ে ঢেউ। আগাম সতর্কতা না মেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। সে দেশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢেউয়ের তোড়ে বড় বিল্ডিং, সমুদ্র উপকূল সংলগ্ন ঘরবাড়ি, দোকান ভেঙে পড়েছে। এখনও ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
