ইরান ও ইজরায়েলের মধ্যে সামরিক সংঘর্ষ সপ্তম দিনে প্রবেশ করল। এই দিনেই দু’পক্ষ একাধিক আক্রমণ চালায় পরস্পরের ভূখণ্ডে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল ইজরায়েলের দক্ষিণাঞ্চলের সোরোকা হাসপাতাল-এ সরাসরি আঘাত হানে। পাল্টা জবাবে ইজরায়েল ইরানের খন্ডাব পারমাণবিক চুল্লি সংলগ্ন এলাকায় বিমান হামলা চালায়।
ট্রাম্পের মন্তব্য
যুদ্ধের আবহে নিজের অবস্থান নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি জড়াতে পারি, নাও পারি। কেউ জানে না আমি কী করব।”
তিনি আরও দাবি করেন, ইরান আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু তার আগে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তিনি।
গত কয়েক ঘণ্টার ১০টি গুরুত্বপূর্ণ অগ্রগতি Iran Israel War
1) হাসপাতালেই রকেট হামলা:
বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া একটি মিসাইল ইজরায়েলের বিয়ারশেভা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টার-এ সরাসরি আঘাত হানে। একজন ৬০ বছরের ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
2) ইজরায়েলের একাধিক শহরে হামলা:
ইরান বৃহস্পতিবার সকাল থেকে একটানা ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইজরায়েলের বিভিন্ন জায়গায়। হলোনে ৭ জন আহত এবং তেলআভিভে ৩ জন নিহত হওয়ার খবর মিলেছে।
3) খন্ডাব পারমাণবিক এলাকায় ইজরায়েলের হামলা:
ইজরায়েল খন্ডাব হেভি ওয়াটার ফ্যাসিলিটির কাছাকাছি আরাক রিঅ্যাক্টরে বিমান হামলা চালায়। হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। রেডিয়েশন লিকের কোনও প্রমাণ নেই, জানিয়েছে ইরান।
4) হিজবুল্লাহ কমান্ডার নিহত:
ইজরায়েলের ড্রোন হামলায় দক্ষিণ লেবাননের বারিশে নিহত হন হিজবুল্লাহ রকেট ইউনিটের কমান্ডার ইয়াসিন ইজ্জ় আদ-দীন। তিনি ইজরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে দাবি আইডিএফ-এর।
5) ইরানের ৩ শহরে বিস্ফোরণ:
বৃহস্পতিবার ভোরে ইসফাহান, শিরাজ এবং কেরমানশাহ শহরে প্রবল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এই বিস্ফোরণের সময় ইরানও ইজরায়েলে নতুন মিসাইল হামলা চালাচ্ছিল।
6) ইরানি রাষ্ট্রীয় টিভি হ্যাক:
তেহরানের সরকারি সম্প্রচার মাধ্যম IRIB-এর স্যাটেলাইট সিগন্যাল হ্যাক করে হ্যাকাররা জনগণকে রাস্তায় নামার আহ্বান জানায়। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি।
7) মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা:
ট্রাম্প বলেন, এখনই নিশ্চিত নয় মার্কিন বাহিনী সরাসরি জড়াবে কি না, তবে হামলার পরিকল্পনা তৈরি রাখা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ইরান পারমাণবিক কর্মসূচি না থামালে ট্রাম্প যুদ্ধের আদেশ দিতে পারেন।
8) ইরানের হুঁশিয়ারি:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আমেরিকা হস্তক্ষেপ করে, তবে তার ফলাফল হবে ভয়াবহ ও অপূরণীয়।”
9) রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান-ইজরায়েল সংঘাত মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দেন। ট্রাম্প ঠাট্টা করে বলেন, “ভ্লাদিমির, আগে নিজের যুদ্ধ সামলাও।”
10) ভারতীয় পড়ুয়াদের উদ্ধার:
উর্মিয়া বিশ্ববিদ্যালয়ের ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে ইরান থেকে উদ্ধার করে দিল্লিতে আনা হয়েছে। একজন পড়ুয়া বলেন, “ড্রোন, মিসাইল চোখে দেখেছি। ভয় পেয়েছিলাম। অবশেষে বাড়ি ফিরতে পেরে স্বস্তি পেয়েছি।”