পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার সম্প্রতি এক ভুয়া ও এডিট করা সংবাদপত্রের শিরোনাম দেখিয়ে ভারতের বিরুদ্ধে ‘জয়’ দাবি করেছেন পাকিস্তানের সেনেটে। তিনি দাবি করেন, ব্রিটেনের সংবাদপত্র The Telegraph নাকি পাকিস্তান বিমান বাহিনীকে আখ্যা দিয়েছে “আকাশপথের অখণ্ড সম্রাট” হিসেবে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিজেপি নেতারা।
“প্রচারের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে” — বিজেপির মন্তব্য
বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স (পূর্বতন টুইটার)-এ এক ভিডিও শেয়ার করে বলেন, “পাকিস্তানের প্রোপাগান্ডা দ্রুত ভেঙে পড়ছে। ইশাক দার দেশের সেনেটে দাঁড়িয়ে যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। এমনকি পাকিস্তানের নিজের সংবাদপত্র Dawn-এর iVerify টিম এই খবরের ভুয়াতা প্রমাণ করেছে।”
তিনি আরও বলেন, “এই ধরনের চরম মিথ্যাচার ও মরিয়া প্রচেষ্টা পাকিস্তানের নিজস্ব গণমাধ্যম দিয়েই ধরা পড়ে গিয়েছে। Dawn দেখিয়ে দিয়েছে কীভাবে ভুল বানান, কৃত্রিম লেআউট এবং ভুল বাক্যগঠন দিয়ে একটি ভুয়া ফ্রন্ট পেজ বানানো হয়েছে।”
রাজীব চন্দ্রশেখরের কটাক্ষে কংগ্রেসও ishaq dar fake news
বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরও এই ইস্যুতে প্রতিক্রিয়া জানান। শুধু পাকিস্তান নয়, কংগ্রেসকেও কটাক্ষ করে বলেন, “একমাত্র রাহুলের কংগ্রেস আর পাকিস্তান সেনা — এরা দু’জনেই ধরে নিয়েছে, মানুষ বোকা। তাই যেটা খুশি বলে দিলেই বিশ্বাস করবে!”
কি বলেছিলেন ইশাক দার?
গত বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটে দাঁড়িয়ে ইশাক দার বলেন, The Telegraph নাকি লিখেছে, “Pakistan Air Force is the undisputed king of the skies”। এই বক্তব্যের ভিত্তিতে পাকিস্তানের সাম্প্রতিক ‘বিমানবাহিনীর সাফল্য’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
Dawn-এর সত্য যাচাই: ভুয়ো ছবি, বানান ভুল, তথ্য নেই
পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র Dawn তাদের iVerify Pakistan টিমের মাধ্যমে এই দাবি যাচাই করে জানায়, ছবিটি ভুয়া।
তারা The Daily Telegraph-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং আর্কাইভ খতিয়ে দেখে দেখে জানায়, এমন কোনও প্রতিবেদন বা হেডলাইন আদৌ প্রকাশিত হয়নি।
ছবিটিতে একাধিক বানান ভুল ছিল, যেমন— “Fyaw…” (Force-এর পরিবর্তে), “preformance” (performance-এর ভুল বানান), “Aur Force” (Air Force-এর বিকৃত রূপ), “advancemend” (advancement-এর ভুল)। এমন ভুল একটি আন্তর্জাতিক মানের সংবাদপত্রে কখনওই থাকার কথা নয়।
পাশাপাশি পেজটির লেআউট, টাইপোগ্রাফি ও শিরোনামের ফর্ম্যাট তুলনা করে দেখা যায়, পুরো ছবিটি সম্পাদনা করে বানানো হয়েছে এবং এটি কোনও বাস্তব প্রতিবেদনের প্রতিফলন নয়।
World: Pakistan’s Ishaq Dar uses fake newspaper clip to claim victory over India in Senate. BJP reacts strongly, calling it propaganda. Fact-check reveals fabricated news. Political fallout and media scrutiny.