বাঙ্কারে ঢুকে হামাসের ৬০ জনকে খতম! নেপথ্যে ইজরায়েলের ‘শায়িটেট ১৩’

বাঙ্কারে ঢুকে হামাসের ৬০ জনকে খতম! নেপথ্যে ইজরায়েলের ‘শায়িটেট ১৩’

israel

গাজা: দেশকে আক্রমণ করেছে তারা। নিরীহভাবে কয়েকশো মানুষের প্রাণ নিয়েছে। তাই হামাস জঙ্গি গোষ্ঠীকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা থামবে না, এমন পণ করেছে ইজরায়েল। সেই কাজও শুরু হয়েছে শেষ কদিন ধরে। এবার জানা গেল, গাজায় হামাসের এক বাঙ্কারে ঢুকে ৬০ সদস্যকে খতম করেছে ইজরায়েলের সেনার এক বিশেষ ইউনিট। একই সঙ্গে তারা উদ্ধার করেছে ২৫০ জন বন্দিদেরও। 

ইজরায়েলের ‘শায়িটেট ১৩’ ইউনিটের এই উদ্ধারকারী ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অত্যাধুনিক অস্ত্র নিয়ে একটি বহুতলের মধ্যে ঢুকে পড়েছে এক দল সেনা। মুহুর্মুহু গুলি চলছে, এছাড়া বদ্ধ ঘর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে বাইরে আনাও হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম। যদিও এই দৃশ্য দেখে মনে হতে পারে যুদ্ধ নিয়ে হলিউডের কোনও ছবি। কিন্তু এটা বাস্তব। 

হামাসের ৬০ সদস্যকে খতম করার পাশাপাশি একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছে ইজরায়েলি সেনা। ইতিমধ্যে সমগ্র গাজার বিদ্যুৎ, জল সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল প্রশাসন। হামাসকে তাদের হুঁশিয়ারি, যাদের বন্দি করা হয়েছে তাদের সকলকে না ছেড়ে দেওয়া হলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে তারা। যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই দু’পক্ষ মিলিয়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =