কলকাতার ঝালমুড়ি এবার লন্ডনে, দেখুন ব্রিটিশ বিক্রেতার ভিডিও

ইংল্যান্ড: কলকাতা লন্ডন হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ কিন্তু, কলকাতার ঝালমুড়ি বিক্রি করেই পেট চালাচ্ছেন ব্রিটিশ ব্যবসায়ী৷ ইংল্যান্ডে বিশ্বকাপের স্টেডিমায়ের বাইরে দাদার বিক্রি ব্রিটিশ ব্যবসায়ীর ঝালমুড়ি৷ ভারতীয় দর্শকই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, রানির দেশেরও পাওয়া যায় বাংলার ঝালমুড়ি? ওভালের মতো ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ঝালমুড়ি বিক্রি হচ্ছে দেদার৷ বিক্রেতা একজন ব্রিটিশ নাগরিক৷ ওভালে ভারত-অস্ট্রেলিয়ার

কলকাতার ঝালমুড়ি এবার লন্ডনে, দেখুন ব্রিটিশ বিক্রেতার ভিডিও

ইংল্যান্ড: কলকাতা লন্ডন হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ কিন্তু, কলকাতার ঝালমুড়ি বিক্রি করেই পেট চালাচ্ছেন ব্রিটিশ ব্যবসায়ী৷ ইংল্যান্ডে বিশ্বকাপের স্টেডিমায়ের বাইরে দাদার বিক্রি ব্রিটিশ ব্যবসায়ীর ঝালমুড়ি৷ ভারতীয় দর্শকই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, রানির দেশেরও পাওয়া যায় বাংলার ঝালমুড়ি?

ওভালের মতো ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ঝালমুড়ি বিক্রি হচ্ছে দেদার৷ বিক্রেতা একজন ব্রিটিশ নাগরিক৷ ওভালে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচে দেখা যায় এই ব্রিটিশ ঝালমুড়ি বিক্রেতাকে৷ স্টেডিয়ামের বাইরে ভারতীয় দর্শকদের মন জয় করে নেন ব্রিটিশ ঝালমুড়িওয়ালা অ্যাঙ্গুস ডেনন৷

ভারতীয় ঝালমুড়ি কিংবা ভেলপুরিওয়ালাদের মতো দক্ষ হাতে শশা, পেঁয়াজ, লঙ্কা কেটে তেল, নুন, মশলা, চানাচুর, ঝুরিভাজা, আচার দিয়ে বানাচ্ছেন মুড়ি৷ আর স্বাদে দারুন৷ পরিবেশনেও ভারতীয় ছোঁয়া৷ কাগজ পাকিয়ে ঠোঙা বানিয়ে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন ঝালমুড়ি৷ ৩.৫০ পাউন্ডে বিক্রি হচ্ছে ঝালমুড়ি৷  ব্রিটিশ ঝালমুড়ি বিক্রিতা জানিয়েছেন, তিনি কলকাতা থেকে এই ঝালমুড়ি বিক্রির কৌশল শিখেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =