কুলভূষণ মৃত্যুদণ্ডের রিভিউ পিটিশন দায়ের করতে চায় না, দাবি পাকিস্তানের

কুলভূষণ মৃত্যুদণ্ডের রিভিউ পিটিশন দায়ের করতে চায় না, দাবি পাকিস্তানের

ইসলামাবাদ:   মৃত্যুদণ্ডের বিরুদ্ধে  পাকিস্তানে আটক কুলভূষণ যাদব রিভিউ পিটিশন করতে অস্বীকার করেছেন বলে পাকিস্তানের তরফে জানানো হয়েছে।  গত বছর কুলভূষণ মামলা আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের পরাজয় হয়।  এরপরেই আন্তর্জাতিক আদালতের তরফে জানানো হয়, কুলভূষণকে কনস্যুলেট অ্যাকসেস দিতে হবে। এছাড়াও কুলভূষণ চাইলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ পিটিশন করতে পারবেন। কিন্তু সেই রিভিউ পিটিশন কুলভূষণ যাদব করতে চাননি বলেই পাকিস্তান দাবি করেছে।

পাকিস্তানের তরফে জানানো হয়, আন্তর্জাতিক আদালতের নির্দেশ তারা অক্ষরে অক্ষরে মানতে চায়। সেই কারণে জুন মাসের ১৭ তারিখে কুলভুষণ যাদবকে রিভিউ পিটিশনের কথা জানানো হয়। কিন্তু সেই বিষয়ে কুলভূষণ কোনও আগ্রহ প্রকাশ না পরে মার্স পিটিশনের বিষয়ে খবর নেয়। পাকিস্তান জানিয়েছে, এই বিষয়ে  ভারতীয় দূতাবাসকে জানানো হয়েছে। যাতে রিভিশ পিটিশনের আগে ভারতীয় দূতাবাসের তরফে কোনও সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।  কোনও অফিসারও কুলভূষণের হয়ে রিভিউ পিটিশন করতে পারে বলে পাকিস্তানের তরফে জানানো হয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জেনারেল আহমেদ ইরফান জানিয়েছেন, কুলভূষণের সঙ্গে তাঁর বাবা ও বউ সঙ্গে দেখা করতে দেওয়া হবে। এর আগে মা ও বউ তাঁর সঙ্গে দেখা করতে পেরেছিলেন। তবে ঠিক কবে কুলভূষণের সঙ্গে তার বউ ও বাবা দেখা করতে পারবেন, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত  চরবৃত্তির অভিযোগে  পাকিস্তানের নিরাপত্তা রক্ষীরা কুলভূষণকে গ্রেপ্তার করে। ২০১৭ সালে পাকিস্তানের সামরিক আদালত তাঁর মৃত্যুদণ্ডের রায় দেয়। এই রায়ের বিরোধিতা করে ভারত আন্তর্জাতিক অপরাধ দমন আদালতের দ্বারস্থ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + thirteen =