বন্ধুত্বের প্রস্তাব উড়িয়ে ফের পাক বয়কট মোদির

নয়াদিল্লি: পাকিস্তানি সৌজন্য উড়িয়ে নয়া পদক্ষেপ কেন্দ্রের৷ মোদিকে দেওয়া পাক আকাশ সীমা খুলে দেওয়ার প্রস্তাব উড়িয়ে জবাব দিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাক আকাশ সীমায় প্রবেশ করবেন না৷ বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনের সফরে সাংহাই কর্পোরেশনের সামিটে যোগ দেবেন মোদি৷ এই বৈঠকে অংশ নেওয়ার জন্য মোদির বিমানকে পাক আকাশ সীমা ছাড় দেওয়ার

বন্ধুত্বের প্রস্তাব উড়িয়ে ফের পাক বয়কট মোদির

নয়াদিল্লি: পাকিস্তানি সৌজন্য উড়িয়ে নয়া পদক্ষেপ কেন্দ্রের৷  মোদিকে দেওয়া পাক আকাশ সীমা খুলে দেওয়ার প্রস্তাব উড়িয়ে জবাব দিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাক আকাশ সীমায় প্রবেশ করবেন না৷

বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিনের সফরে সাংহাই কর্পোরেশনের সামিটে যোগ দেবেন মোদি৷ এই বৈঠকে অংশ নেওয়ার জন্য মোদির বিমানকে পাক আকাশ সীমা ছাড় দেওয়ার কথা ঘোষণা করে ইমরান প্রশাসন৷ কিন্তু, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক ট্যুইটে সেই সম্ভাবনা বাতিল করে দেয়৷ জানানো হয়েছে, পাকিস্তানের আকাশ সীমা উড়িয়ে ওমান-ইরান হয়ে মধ্য এশিয়ার দেশ হয়ে বিস্কেক ছোঁবে প্রধানমন্ত্রী মোদির বিমান৷ পুলওয়ামা হামলার পর থেকেই পাক আকাশ সীমা বয়কট করেছে ভারত৷ ঈদের দিন প্রথম দু’টি বিমান পাকিস্তানের আশাক ব্যবহার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =