নয়াদিল্লি: তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয় বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভ্যুত্থানের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া সফর। তবে মোদির রুশ সফরের দিকে যেমন নজর রেখেছে রাশিয়ার প্রতিপক্ষ দেশ আমেরিকা, ঠিক তেমনই ভারতের প্রধানমন্ত্রীর মস্কো যাত্রাকে হাতিয়ার করে পশ্চিমী দুনিয়াকে নিয়ে কটাক্ষ শুরু করেছে পুতিন প্রশাসনও। ‘মোদির সফরে ওরা ঈর্ষান্বিত’, এই বলে খোঁচা দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র।
জানা গিয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা-বৈঠক করবেন। পুতিন ও মোদীর মধ্য়ে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও আলাদাভাবে কথা হতে পারে। সম্মেলনের বাইরে একাধিক বিষয়ে পুতিনের সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা তাঁর। পরেরদিন অর্থাৎ ৯ জুলাই রুশ প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত থাকবেন মোদি। সেইসঙ্গে প্রেসিডেন্টের মূল কার্যালয়, যেখান থেকে গোটা দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়ে থাকে, সেই ক্রেমলিনেও তিনি যেতে পারেন বলে খবর।