VDO: প্রধানমন্ত্রীকে দেখে সংস্কৃত শ্লোক, রোমে উঠল ‘মোদী’ স্লোগান

VDO: প্রধানমন্ত্রীকে দেখে সংস্কৃত শ্লোক, রোমে উঠল ‘মোদী’ স্লোগান

c4e02adf318ed18617aa25e11cd42b9c

রোম: জি ২০ সামিটের জন্য ইতালিতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমে পৌছতেই তাঁকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত সেখানকার হিন্দু জনতা। প্রধানমন্ত্রীকে দেখে কেউ কেউ আওড়াতে শুরু করল সংস্কৃত শ্লোক আবার কেউ মোদী নাম নিয়ে স্লোগান দিতে থাকলো। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। গোটা বিষয়টি নিয়ে আপ্লুত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দুদিনের ইতালি সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এদিকে আজ ‘পিয়াজা গান্ধী’তে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। সেখানেই নরেন্দ্র মোদীকে ঘিরে ধরে অনেক অনুরাগীরা। তাঁকে দেখে উঠতে শুরু করে মোদী মোদী স্লোগান। এক মহিলা অনুগামী সংস্কৃত শ্লোক পাঠ করতে শুরু করে। প্রধানমন্ত্রী নিজেও তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। সব মিলিয়ে ইতালির জনতার কাছ থেকে এতো ভালোবাসা পেয়ে তিনি নিজেও ভীষণ আপ্লুত। 

প্রসঙ্গত, আগামী ২ নভেম্বর পর্যন্ত ইতালি সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সম্মেলনে যোগ দিয়ে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে করোনাভাইরাস পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন তিনি। এই সব কিছুতে ভারতের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ সেই নিয়ে আলোচনা করতে শোনা যাবে তাঁকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *