কাশ্মীর ইস্যুতে মোদিকে বার্তা মার্কিন মুখপাত্রের

নয়াদিলি: নয়াদিল্লি: সাত দশকের চুক্তি একদিনে চুরমার করে ‘ইতিহাস’ গড়েছে কেন্দ্র৷ জন্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারার তুলে দেওয়ার পর থেকে আজও থমথমে উপত্যাকা৷ জারি কার্ফি, ১৪৪ ধারা৷ বন্ধ ইন্টারনেট৷ চাপা আতঙ্কের পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ আমেরিকার৷ মোদির পাশে দাঁড়িয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি৷ মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে৷ মার্কিন স্বরাষ্ট্রবিভাগের মুখপাত্র

কাশ্মীর ইস্যুতে মোদিকে বার্তা মার্কিন মুখপাত্রের

নয়াদিলি: নয়াদিল্লি: সাত দশকের চুক্তি একদিনে চুরমার করে ‘ইতিহাস’ গড়েছে কেন্দ্র৷ জন্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারার তুলে দেওয়ার পর থেকে আজও থমথমে উপত্যাকা৷ জারি কার্ফি, ১৪৪ ধারা৷ বন্ধ ইন্টারনেট৷ চাপা আতঙ্কের পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ আমেরিকার৷ মোদির পাশে দাঁড়িয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি৷

মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে৷ মার্কিন স্বরাষ্ট্রবিভাগের মুখপাত্র মর্গান ওত্রাগাস জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে ভারত-পাকিস্তানকে অনুরোধ করছে আমেরিকা৷ একই সঙ্গে কাশ্মীরে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, পাল্টা ভারত জানিয়েছে, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ ফলে, এই বিষয়ে কোনও দেশ নাক গলাক তা চায় না ভারত৷ যদিও, সোমবারই ভারতের তরফে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, চিন থেকে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতদের ডেকে ৩০৭ ধারার অবলুপ্তি ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করার বিষয়টি জনিয়ে দেওয়া হয়েছে৷ পাকিস্তানের তরফে ইতিমধ্যেই ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে৷ ভারতের সিদ্ধান্ত একতরফা ও অবৈধ বলেও দাবি করেছে পাক সরকার৷

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মুখপাত্র মরগান ওরতেগাসের বিবৃতিতে বলা হয়েছে, কাশ্মীরে যেভাবে বিভিন্ন লোকজনকে আটক করা হচ্ছে তা গুরুতর বিষয়৷ এই ইস্যুতে সব পক্ষেরই শান্ত থাকা উচিত৷ তবে, ৩৭০ ধারা বিলোপ একেবারেই ভারতের নিজস্ব বিষয়৷ এই বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর কোনও মন্তব্য করবে না বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 4 =