নতুন করে পোলিওর সন্ধান পাকিস্তানে! বাড়ল ব্যাপক উদ্বেগ

নতুন করে পোলিওর সন্ধান পাকিস্তানে! বাড়ল ব্যাপক উদ্বেগ

ইসলামাবাদ: পোলিও মুক্ত দেশ তৈরিতে নানাভাবে কসরৎ করছে পাকিস্তান। কিন্তু তাতে আদতে লাভ হচ্ছে কি? মনে হয় না। কারণ সে দেশে ইতিমধ্যেই পোলিও ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিলেছে। সেটাও শুধুমাত্র একটি জায়গা থেকে নয়, দেশের পাঁচ শহর থেকে। বিষয়টি যে যথেষ্ট উদ্বেগজনক তা মানতে কারোর দ্বিধা নেই। 

জানা গিয়েছে, পাকিস্তানের পাঁচ শহর থেকে পোলিও ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিলেছে। ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথ ইসলামাবাদ টাইপ ১ ওয়াইল্ড পোলিও ভাইরাসকে চিহ্নিত করেছে। গত অক্টোবর মাসে করাচি থেকে চারটি, বালুচিস্তান প্রদেশের চারমান থেকে দুটি, পেশোয়ার, কোহাত ও নওশেরা থেকে একটি করে নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে চলতি বছরে পাকিস্তানে মোট পোলিও আক্রান্ত দাঁড়িয়েছে ৬৪টিতে।

উল্লেখ্য, বছর দেড়েক আগে ভারতের কলকাতা শহরে নতুন করে পোলিওর জীবাণু ধরা পড়েছিল। মেটিয়াবুরুজ এলাকায় একটি নর্দমার জল পরীক্ষা করার সময় এই পোলিওর জীবাণুর হদিশ মেলে। ২০১১ সালে হাওড়ায় শেষবার পোলিওর জীবাণু ধরা পড়েছিল। তারপর ২০১৪ সালের ২৭ মার্চ পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *