ভারতীয়দের এয়ারলিফটে নয়া কৌশল দিল্লির, ঘরে ফেরার অপেক্ষায় বহু যুবক

ভারতীয়দের এয়ারলিফটে নয়া কৌশল দিল্লির, ঘরে ফেরার অপেক্ষায় বহু যুবক

কাবুল: কাবুল বিমান বন্দরে বড় বিমান ওঠা নামায় সমস্যা৷ আফগান মুকুলে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার কৌশলে বদল আনল নয়া দিল্লি৷ কাবুল থেকে ভারতীয়দের ছোট ছোট দলে উদ্ধার করবে বায়ু সেনা৷ এর জন্য কাজে লাগানো হয়েছে ১৩০ জে বিমান৷ শনিবার কাবুল থেকে ৯০ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হবে তাজাকিস্তানে৷ প্রথমে কিছু ভারতীয়কে তাজাকিস্তানে নামিয়ে ফের কাবুলে ফেরত যাবে ওই বিমান৷ বাকিদের উদ্ধার করে ফের নিয়ে আসা হবে তাজিকিস্তানে৷ ছোট ছোট দলে এয়ার লিফট করা হবে৷ এর পর তাজাকিস্থেতান থেকে ভারতে ফিরবে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান৷ 

আরও পড়ুন- গান-বাজনা আর নয়! তালিবানি রাজত্বে সংকটে আফগান মহিলা শিল্পীদের অস্তিত্ব

তালিবানের দাপটে ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে আফগানিস্তানের পরিস্থিতি৷ নদীয়ার প্রচুর যুবক কাবুলে আটকে রয়েছেন৷ দুশ্চিন্তায় প্রতি মুহূর্ত কাটছে পরিবারের সদস্যদের৷ ছেলেদের দ্রুত ঘরে ফিরিয়ে আনুক সরকার৷ এটাই এখন তাঁদের দাবি৷ বাবা-মায়েদের উদ্বেগেরও যথেষ্ট কারণ রয়েছে৷ বিমান বন্দরের পাঁচিলের ওপারে উন্মত্ত তালিবান৷ আর পাঁচিলের এপাড়ে আটকে হাজার হাজার মানুষ৷ দেশে ফেরার বিমানের জন্য আকুল অপেক্ষা৷ গতকাল ভিডিয়ো বার্তায় ভারতীয়রা বলেন, ‘আমরা এতজন ভারতীয় এখানে ফেঁসে গিয়েছে৷ কোম্পানি আমাদের ফেরত পাঠানোর ব্যবস্থাও করছে না৷ উদ্ধারের পরিকল্পনাও নেই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ, দয়া করে আমাদের উদ্ধার করুন৷’ 

আরও পড়ুন- হাতে বন্দুক, পরনে বোরখা! তালিবানি তাণ্ডব রুখতে প্রস্তুত আফগান মহিলারা!

তাঁদের মতোই আটকে রয়েছেন নদীয়ার বাসিন্দা লালবাহাদুর কুণ্ড৷ ন্যাটোর ক্যাম্পে রাঁধুনির কাজ করেন৷  টিভিতে তালিবানি কার্যকলাপ দেখে ছেলের জন্য দুশ্চিন্তায়, উদ্বেগে আকুল বাবা, মা৷ ছেলে সুস্থ ভাবে ঘরে ফিরুক , এটাই আর্তি তাঁদের৷ লালবাহাদুরের বাবা বলেন, চার দিন কাবুল বিমানবন্দরে শুধু কাজু-কিচমিচ খেয়ে থেকেছে ছেলে৷ দুশ্চিন্তায় প্রাণ উড়ে গিয়েছে৷ এদিকে কাবুল বিমান বন্দরের বাইরে জনস্রোত৷ চরম বিশৃঙ্খলা৷ ভিড় নিয়ন্ত্রণে একদিন গুলি চালাচ্ছে মার্কিন সেনা৷ অন্যদিকে তালিবান৷ এরই মধ্যে ঘরে ফিরেছেন নদীয়ার তাহেরপুরের বাসিন্দা সুপ্রি. ধর ও হরি দাস৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 2 =