ফের বাঙালির নোবেল জয়! অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ

কলকাতা: ফের অর্থনীতিতে নোবেল এল বাঙালির দখলে৷ অমর্ত্য সেনের পরে নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ উল্লেখযোগ্য বিষয় হল, অর্থনীতিতে অভিজিৎবাবুর স্ত্রীও নোবেল পুরস্কার পেতে চলেছেন৷ অর্থনীতিতে আজ মোট তিনজনের নাম ঘোষণা করেছে নোবেল পুরস্কারে জন্য ঘোষণা করেছে নোবেল কমিটি৷ তার মধ্যে অভিজিৎ বাবু ও তাঁর স্ত্রী এসথার ডুফলো তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। ২০১৯

3 stocks recomended

কলকাতা: ফের অর্থনীতিতে নোবেল এল বাঙালির দখলে৷ অমর্ত্য সেনের পরে নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ উল্লেখযোগ্য বিষয় হল, অর্থনীতিতে অভিজিৎবাবুর স্ত্রীও নোবেল পুরস্কার পেতে চলেছেন৷ অর্থনীতিতে আজ মোট তিনজনের নাম ঘোষণা করেছে নোবেল পুরস্কারে জন্য ঘোষণা করেছে নোবেল কমিটি৷ তার মধ্যে অভিজিৎ বাবু ও তাঁর স্ত্রী এসথার ডুফলো তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। ২০১৯ সালে অর্থনীতি এবার নোবেল পেতে চলেছেন অভিজিৎবাবু-সহ এসথার ডুফলো ও মাইকেল কার্মার৷

আজ অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে৷ বিশ্বব্যাপী দারিদ্র্য মুক্তি ঘটাতে তাঁর পরীক্ষামূলক পদ্ধতির জন্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি৷  জানা গিয়েছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র বলে জানা গিয়েছে৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে গবেষণার কাজে তিনি মার্কিন দেশে পাড়ি দেন৷ আদ্যোপান্ত বাঙালি, ঝরঝরে বাংলা বলতে পারা অভিজিতবাবুর সাফল্যে আজ গোটা দেশ গর্বিত করেছে বলে মনে করছে পর্যবেক্ষ মহল৷

২০১৮ সালে সাহিত্যে নোবেল পাচ্ছেন পোল্যান্ডের ওলগা তোকারজুক৷ ২০১৯ সালে সাহিত্যে নোবেল পেতে চলেছেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকা৷ এর আগে রসায়ন বিভাগে নোবেল পুরস্কারের ঘোষণা করা হয়৷ সেখানে রসায়ন বিভাগে নোবেলের জন্য বিবেচিত করা হয়েছে মার্কিন জন বি গুডএনাফ ও ব্রিটেনের এম স্ট্যানলি উইটিংহম এবং জাপানের আকিরা ইওশিনো৷ মাইকেল মেয়র ও দিদিয়ের কুলোজ নোবেল পাচ্ছেন সূর্যের মতো নক্ষত্র আবিষ্কারের জন্য৷ চিকিৎসা বিজ্ঞানের জন্য এবার নোবেল পাচ্ছেন উইলিয়াম জি কেইলিন, পিটার জে র‍্যাটক্লিফ এবং গ্রেগ এল সিমেঞ্জা৷ নোবেল শান্তি পুরষ্কার পেলে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ৷ নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার এবার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে৷ আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =