OMG! জন্মের পর হাঁটতে শুরু করল শিশু!

দক্ষিণ ব্রাজিল : এক শিশু নার্সের হাতে ভর দিয়ে দিব্যি হাঁটিহাঁটি পা পা করছে সদ্যজাত৷ অবিশ্বাস্য হলেও এমনই একটি একটি ভিডিও তাজ্জব করে দিয়েছে গোটা পৃথিবীকে৷ সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বের্ডের মধ্যেই নার্সের হাতে ভর দিয়ে দিব্যি হাঁটছে ছোট্ট শিশু৷ ফেসবুকে প্রথম এই ভিডিওটি আপলোড করেন আর্লেট আরান্তেস নামে এক ব্যক্তি৷ ভিডিওতে পরিস্কার

OMG! জন্মের পর হাঁটতে শুরু করল শিশু!

দক্ষিণ ব্রাজিল : এক শিশু নার্সের হাতে ভর দিয়ে দিব্যি হাঁটিহাঁটি পা পা করছে সদ্যজাত৷ অবিশ্বাস্য হলেও এমনই একটি একটি ভিডিও তাজ্জব করে দিয়েছে গোটা পৃথিবীকে৷ সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বের্ডের মধ্যেই নার্সের হাতে ভর দিয়ে দিব্যি হাঁটছে ছোট্ট শিশু৷

ফেসবুকে প্রথম এই ভিডিওটি আপলোড করেন আর্লেট আরান্তেস নামে এক ব্যক্তি৷ ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে, সদ্যজাত শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর হাঁটতে শুরু করেছে৷ নার্সের হাত ছিল শিশুটির বুকের কাছে৷ ওই অবস্থায় শিশুটি দুপায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায়৷ পা বাড়িয়ে হাঁটতে থাকে৷ প্রথমে হকচকিয়ে যান নার্স৷ পরে শিশুকে হাঁটতে সাহায্য করেন তিনি৷ অবিশ্বাস্য এই দৃশ্য ক্যামেরাবন্দি করে নিতে ভুল করেননি হাসপাতালের কর্মীরা৷ দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সান্তাক্রুজ হাসপাতালের এই ঘটনা পোস্ট হতে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eleven =