হজে যাওয়ার পথে ভাইপোকে বাধা, নামানো হল বিমান থেকে

করাচি: হজ করতে যাওয়ার পথে বিমান থেকে নামিয়ে দেওয়া হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ভাইপোকে৷ মদিনা যাওয়ার জন্য আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে উঠেন শরিফের দুই ভাইপো৷ কিন্তু পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর নির্দেশে বিমান থেকে তাঁদের নামিয়ে দেয় কর্তৃপক্ষ৷ আর্থিক দুর্নীতির মামলায় জেলবন্দি শরিফ৷ তাঁর দুই ভাইপো ইউসুফ আব্বাস ও আব্দুল আজিজ আব্বাস

হজে যাওয়ার পথে ভাইপোকে বাধা, নামানো হল বিমান থেকে

করাচি: হজ করতে যাওয়ার পথে বিমান থেকে নামিয়ে দেওয়া হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ভাইপোকে৷ মদিনা যাওয়ার জন্য আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে উঠেন শরিফের দুই ভাইপো৷ কিন্তু পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর নির্দেশে বিমান থেকে তাঁদের নামিয়ে দেয় কর্তৃপক্ষ৷

আর্থিক দুর্নীতির মামলায় জেলবন্দি শরিফ৷ তাঁর দুই ভাইপো ইউসুফ আব্বাস ও আব্দুল আজিজ আব্বাস হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন৷ কিন্তু, ন্যাবের অনুরোধে তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়৷ কারণে তাঁদের দেশছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানিয়েছে পাক প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 1 =