কাশ্মীর ইস্যুতে উত্তাল পাকিস্তান, ইমরানের নামেই উঠল নিন্দার ঝড়

নয়াদিল্লি: সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ অবশেষে বাতিল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা৷ অকেজো ৩৭০ ধারা৷ জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ ধারা ৩৭০ তুলে দেওয়ার মধ্য দিয়ে পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অন্তর্ভূক্ত বলে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ অমিত শাহের এই মন্তব্যের পরই পাক সংসদের

কাশ্মীর ইস্যুতে উত্তাল পাকিস্তান, ইমরানের নামেই উঠল নিন্দার ঝড়

নয়াদিল্লি: সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ অবশেষে বাতিল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা৷ অকেজো ৩৭০ ধারা৷ জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ ধারা ৩৭০ তুলে দেওয়ার মধ্য দিয়ে পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অন্তর্ভূক্ত বলে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ অমিত শাহের এই মন্তব্যের পরই পাক সংসদের বিশেষ অধিবেশনের ডাক ইমরান প্রশাসনের৷ মঙ্গলবার অধিবেশ শুরু হতেই  কাশ্মীর ইস্যুতে উত্তাল পাক সাংসদ৷ সংসদে প্রধানমন্ত্রীর হাজির না থাকায় সাংসদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে পাক অধিকৃত কাশ্মীর উঠে আসতেই জরুরি পরিস্থিতিতে আলোচনায় ডাক দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান৷ অধিবেশ শুরু হতেই কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপ নিয়ে পাক সংসদের দুই কক্ষে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটের নিন্দার ঝড় ওঠে৷ তবে, ভারতের প্রস্তাব নিয়ে যতটা না বিতর্ক ওঠে, তার থেকে বেশি নিন্দার ঝড় ওঠে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে৷ প্রধানমন্ত্রী নিজে এই বৈঠক ডাকলেও শেষ মুহূর্তে ইমরানের উপস্থিতি না দেখে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা৷

সোমবার রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিরোধীদের তীব্র বিরোধীতা সত্ত্বেও পাস হয়ে গেল ৩৭০ ধারা তুলে দেওয়ার কেন্দ্রের প্রস্তাব৷ অমিত শাহের প্রস্তাবের পক্ষে ১২৫টি ও বিপক্ষে ৬০টি ভোট পড়ে এই বিলে৷ রাজ্যসভার পর এবার লোকসভায় ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব কেন্দ্রের৷ কাশ্মীর ইস্যু তুলে ধরে স্বারাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে আক্রমণ অধীর চৌধুরীর৷

এদিন অধিবেশন শুরুতেই লোকসভায় কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব দেন অমিত শাহ৷ এই প্রস্তাবের বিরোধিতা করে পাল্টা আক্রমণ করেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী৷ নিয়ম না মেনেই জম্মু-কাশ্মীর ভাগ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন অধীর৷ সিমলা চুক্তি, লাহোর চুক্তি সত্ত্বেও এটা কীভাবে আভ্যন্তরীণ বিষয়? অমিত শারের ব্যাখ্যা চান অধীর৷ পাল্টা জবাব দেন অমিত শাহ৷ কোনও নিয়ম ভাঙা হয়েছে? অধীরের প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷সংবিধানে জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে৷ এদিন সংসদে দাঁড়িয়ে অমিত শাহ জানন, কংগ্রেস আমলেও দু’বার রাষ্ট্রপতির অধিকার প্রয়োগ হয়েছিল কাশ্মীরে৷ ৩৭০(৩) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে ৩৭০ ধারা বাতিল করার৷ জম্মু-কাশ্মীরর সংবিধানে একই কথার উল্লেখ আছে বলেও মন্তব্য অমিত শাহের৷ তাই জম্মু-কাশ্মীরে আইন প্রণয়নে কোনও বাধা নেই৷ জম্মু-কাশ্মীরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও অন্তর্ভূক্ত বলেও দাবি করেন মন্ত্রী৷ অমিত শাহের এই মন্তব্য ঘিরে পাক অধিকৃত কাশ্মীর বিতর্ক৷ কেন্দ্র শাসিত হলেও দু’ই এলাকাতেই হিল কাউন্সিল কাজ করবে বলেও জানান তিনি৷

৩৭০ ধারা খর্ব করার প্রস্তাব পেশের কয়েক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে স্বাক্ষর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের৷ রাষ্ট্রপতির স্বাক্ষরের জেরে জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হচ্ছে৷ একই সঙ্গে লাদাখ হবে কেন্দ্র শাসিত অঞ্চল৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত খোলাখুলি সমর্থন জানিয়ে এবার টুইট করলেন চন্দ্রবাবু নাইডু৷ খোলাখুলি কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন জানান তেলুগু দেশম পার্টির সুপ্রমো৷ চন্দ্রবাবু লেখেন, ‘‘জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে সমর্থন করে তেলুগু দেশম পার্টি৷ আমি জম্মু ও কাশ্মীরের শান্তির জন্য প্রার্থনা করি৷’’

কেন্দ্রের এই প্রস্তাবে চূড়ান্ত বিরোধীতা করেছে কংগ্রেস ও তৃণমূল সহ বামফ্রন্ট৷ আজ, সোমবার জম্মু ও কাশ্মীকে পূর্ণ রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার প্রতিবাদে দিনভর সংসদে গান্ধী মূর্তির সামনে অবস্থানে বসেছে কংগ্রেস-তৃণমূল-বামফ্রন্ট সহ একাধিক বিরোধী দল৷ এদিন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের পাশে দাঁড়িয়ে কংগ্রেসে নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘‘এই সিদ্ধান্ত দেশের মাথা জম্মু ও কাশ্মীরকে কেটে খুন করল কেন্দ্রের বিজেপি সরকার৷ এর দায় কেন্দ্রকে নিতে হবে৷ এভাবে কোনও পূর্ণ রাজ্যকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করতে পারে না কেন্দ্র৷ আজ জম্মু ও কাশ্মীরের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + four =