রাজকোষে ভাঁড়ে মা ভবানী, আয় বাড়াতে ইমরান খানের বাসভবন ভাড়া দিল পাকিস্তান

রাজকোষে ভাঁড়ে মা ভবানী, আয় বাড়াতে ইমরান খানের বাসভবন ভাড়া দিল পাকিস্তান

ইসলামাবাদ:  রাজকোষের অবস্থা একবারে ‘ভাঁড়ে মা ভবানী’৷ সরকারের আয় তলানিতে ঠেকেছে৷ ধুঁকছে দেশ৷ এই অবস্থায় উপার্জন বাড়াতে একেরারে প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ভাড়া দিল পাকিস্তান সরকার৷ 

আরও পড়ুন- ত্রিপুরায় অভিষেককে ‘খুনে’র চেষ্টা করেছে BJP, ডিজিপি-কে চিঠি তৃণমূলের

সে দেশের বৈদ্যুতিন সংবাদমাধ্যম সামা টিভি-র রিপোর্ট অনুসারে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল তেহরিক-ই-ইনসাফ সরকার৷ এই উদ্দেশে বাসভবন খালিও করে দিয়েছিলেন ইমরান খান৷ কিন্তু সেই পরিকল্পনা আজও বাস্তবায়িত হয়নি৷ উল্টে সরকারের আয় বাড়াতে প্রধানমন্ত্রীর বাসভবনকে এবার ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷ এই ভবনের রেড জোন সাংস্কৃতিক, শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য এবার থেকে ভাড়া দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার বিষয়টি আরও আটোসাঁটো করতে দুটি কমিটিও গঠন করা হয়েছে৷ যাতে যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়৷   সামা টিভি-র রিপোর্ট অনুযায়ী, বাড়ি ভাড়ার বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।  

আরও পড়ুন- সবচেয়ে বড় মুখের জন্য গিনেস রেকর্ডে নাম তুললেন এই তরুণী

প্রসঙ্গত, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই সঙ্গীন৷ শুধুমাত্র ইমরান খানের আমলেই পাকিস্তানের অর্থনীতি সংকুচিত হয়েছে ১৯ বিলিয়ন ডলার৷ করোনা পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে সারা বিশ্বের অর্থনীতি৷ তার উপর ইমরান খান সরকারের নীতিপঙ্গু্ত্ব পরিস্থিতি আরও শোচনীয় করে তুলেছে পাকিস্তানের৷ বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা তেহরি-ই-ইনসাফ প্রকৃতপক্ষে কোনও গঠনমূলক কাজই করতে পারেনি৷ তার উপর বিভিন্ন সময় নানা মন্তব্যে সমালোচিত হয়েছেন ইমরান খান৷ সম্প্রতি ভারতের জনসংখ্যা ৪০০ কোটি বলে দাবি করেছিলেন তিনি৷ মেয়েদের পোশাক নিয়েও তাঁর মন্তব্য ঝড় তুলেছিল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =