‘ডেড লেভেল’ ছুঁই ছুঁই! ভারতের জল কূটনীতিতে ধুঁকছে পাকিস্তানের খেতখামার

ইসলামাবাদ: পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয় ভারত৷  এই সিদ্ধান্তের জেরে পাকিস্তানের দুই বৃহৎ বাঁধ মাঙ্গলা (ঝেলাম নদী) ও তারবেলা…

Pakistan Water Crisis

ইসলামাবাদ: পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি বাতিল করে দেয় ভারত৷  এই সিদ্ধান্তের জেরে পাকিস্তানের দুই বৃহৎ বাঁধ মাঙ্গলা (ঝেলাম নদী) ও তারবেলা (সিন্ধু নদী) এখন ‘ডেড লেভেল’-এর মুখোমুখি। নদীগুলোতে প্রবাহমান জল কমে যাওয়ায় প্রতিবেশী দেশের কৃষি এবং জনজীবনে জলসংকট গম্ভীর আকার ধারণ করছে। আগামী দিনে পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কায় ভুগছে পাকিস্তান৷

IRSA কী বলছে

পাকিস্তানের ‘ইন্দাস রিভার সিস্টেম অথরিটি’ (IRSA)-র তথ্য বলছে, বুধবার দেশের মোট জল ছাড়ের পরিমাণ ছিল ২,৫২,৭৯১ কিউসেক, যেখানে জলপ্রবাহের পরিমাণ ছিল ২,৪১,৬১১ কিউসেক। অর্থাৎ, প্রাপ্তির তুলনায় ১১,১৮০ কিউসেক বেশি জল ছাড়া হয়েছে পানীয় জল ও সেচের চাহিদা পূরণের জন্য। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারত নিয়মিত নদী সাফাই এবং জলাধার পরিস্কার করার যে কাজ করছে কাশ্মীর অঞ্চলে, তা ভবিষ্যতে জলের প্রবাহ আরও কমিয়ে দিতে পারে।

এই সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পাঞ্জাব এবং সিন্ধ প্রদেশে, যারা মূলত সিন্ধু নদী ব্যবস্থার পশ্চিম দিকের নদীগুলির উপর নির্ভরশীল। বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জলপ্রবাহ ছিল ১,১৪,৬০০ কিউসেক-যেখানে গত বছরের এই দিনে ছিল ১,৪৩,৬০০ কিউসেক। অর্থাৎ, এক লাফে ২০ শতাংশ হ্রাস।

দুশ্চিন্তায় কৃষকেরা Pakistan Water Crisis

ঠিক এই সময়েই শুরু হয়েছে খরিফ শস্যের চাষ। ফলে জলের ঘাটতি কৃষকদের কাছে এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের IRSA গত মাসেই সতর্ক করেছিল যে ১ মে থেকে ১০ জুন পর্যন্ত প্রাথমিক খরিফ মরসুমে ২১% জলের ঘাটতির সম্ভাবনা রয়েছে। চেনাব নদীর মারালায় হঠাৎ করে ভারতের জল সরবরাহ কমে যাওয়াকে এই ঘাটতির প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পরবর্তী পর্যায়ে ঘাটতি ৭ শতাংশে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামনে দুটি বড় চ্যালেঞ্জ

ভারতের অবস্থান এই মুহূর্তে পরিষ্কার৷ তারা বর্তমানে পাকিস্তানকে কোনও রকম জল-প্রবাহ বা তথ্য দেওয়ার বাধ্যবাধকতায় নেই। নয়াদিল্লির কূটনৈতিক মহলের মতে, পাকিস্তান যদি জঙ্গি কার্যকলাপ রুখতে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এমন আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের সামনে দুটি বড় চ্যালেঞ্জ জলসংকট মোকাবিলা করা এবং কৃষিক্ষেত্রে এর প্রভাব নিয়ন্ত্রণে আনা। বর্ষার আগমনের আগে যদি পরিস্থিতি না বদলায়, তবে তা হতে পারে রাজনৈতিক এবং অর্থনৈতিক এক ভয়ানক বিপর্যয়ের ইঙ্গিত।

World: Following the Pahalgaon attack, India’s abrogation of the 1960 Indus Waters Treaty has left Pakistan’s Mangla and Tarbela dams near ‘dead levels.’ Reduced river flow intensifies water scarcity in Pakistan’s agriculture and daily life, particularly in Punjab and Sindh. Experts warn of future water flow reduction due to India’s river clearing in Kashmir.