ভুট্টাক্ষেতে বিমান নামিয়ে বীর সম্মান পাচ্ছেন পাইলট, কিন্তু কেন জানেন?

মস্কো: সব ঠিকঠাকই ছিল৷ কিন্তু, হঠাৎ আকাশ থেকে ভুট্টা ক্ষেতে বিমান অবতরণ৷ পাইলটের এই সিদ্ধান্তে বেঁচে গেল অন্তত ২৩৩ যাত্রী৷ কিন্তু, কী এমন হল যাতে আকাশ থেকে ভুট্টা ক্ষেতে বিমান অবতরণ করালেন পাইলট? জান গিয়েছে, মস্কো থেকে ক্রিমিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে উআরএল এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২১৷ কিন্তু ওড়ার কিছুক্ষণের পর একটি পাখি সঙ্গে ধাক্কা লেগে

ভুট্টাক্ষেতে বিমান নামিয়ে বীর সম্মান পাচ্ছেন পাইলট, কিন্তু কেন জানেন?

মস্কো: সব ঠিকঠাকই ছিল৷ কিন্তু, হঠাৎ আকাশ থেকে ভুট্টা ক্ষেতে বিমান অবতরণ৷ পাইলটের এই সিদ্ধান্তে বেঁচে গেল অন্তত ২৩৩ যাত্রী৷ কিন্তু, কী এমন হল যাতে আকাশ থেকে ভুট্টা ক্ষেতে বিমান অবতরণ করালেন পাইলট?

জান গিয়েছে, মস্কো থেকে ক্রিমিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে উআরএল এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২১৷ কিন্তু ওড়ার কিছুক্ষণের পর একটি পাখি সঙ্গে ধাক্কা লেগে বিমানটির৷ আর তার জেরে ইঞ্জিন বিকল হয়ে যায়৷ বন্ধ হয়ে যায়, ল্যান্ডিং গিয়ার৷ এরপরই বিমান অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট৷

একটি ভুট্টা ক্ষেতে বিশালকায় বিমানটি অবতরণ করান পাইলট৷ প্রাণে বাঁচে যাত্রীদের৷ জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বাঁচিয়ে দামির ইউসুপভ নামে দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট এখন রাশিয়ায় বীরের মর্যাদা পেতে চলেছেন বলে ঘোষণা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =