রাশিয়া সফরে মোদীর মুখে মিঠুনের নাম! রাশিয়ার সঙ্গে মহাগুরুর যোগ কোথায়?

নয়া দিল্লি: রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের৷ দুই দেশের সুসম্পর্ক কতটা মধুর তা বোঝাতে এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া সফরে…

mithun modi

নয়া দিল্লি: রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের৷ দুই দেশের সুসম্পর্ক কতটা মধুর তা বোঝাতে এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া সফরে গিয়ে বলিউডের ছবি, গান, অভিনেতাদের কথা উল্লেখ করেন তিনি। রাজধানী মস্কোতে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখতে গিয়ে তাঁর মুখে উঠে আসে মহাগুরুর নাম৷ রাশিয়ায় মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তার প্রসঙ্গ টেনে মোদী বলেন, এখানে সবাই মিঠুন চক্রবর্তীকে ‘জিম্মি’ নামে চেনেন। ১৯৮২ সালের মুক্তি পাওয়া ‘ডিস্কো ড্যান্সার’ ছবিতে মিঠুনের চরিত্রের নাম ছিল ‘জিম্মি’।

 

উল্লেখ্য, আশির দশকে ‘ডিস্কো ড্যান্সার’-এর জনপ্রিয়তা তখন তুঙ্গে৷ সেই সময় ভারত সফরে এসে মিঠুনের কথা বলেছিলেন সোভিয়েত লিডার মিখাইল গরবাচেভ। তাঁকে যখন অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ করানো হয়েছিল, তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে কিন্তু মিঠুনকেই চেনে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *