Breaking: জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন পুতিন, যুদ্ধ শেষ না দখলের ইঙ্গিত

Breaking: জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন পুতিন, যুদ্ধ শেষ না দখলের ইঙ্গিত

মস্কো: আজই কি যুদ্ধ শেষ, নাকি গোটা ইউক্রেন রাশিয়ার দখলে? এই সম্পর্ক কিছু জানা যাবে বলে আভাস মিলছে কারণ আজই জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ঠিক কী নিয়ে বলবেন তা জানার আগ্রহ তো সকলের আছে, কিন্তু এই মুহূর্তে যে রাশিয়ার পরিস্থিতি ঠিক নয়, তা স্পষ্ট। কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ওয়াগনার বাহিনীর। একাধিক রুশ শহরে বিদ্রোহী সেনাদল মার্চ করতে শুর করেছে। 

বিষয় হল, পুতিনের নির্দেশেই ইউক্রেনের লড়াই করছিল ওয়াগনার বাহিনী। কিন্তু রুশ সেনার সঙ্গে তাদের একটি অভ্যন্তরীণ লড়াইও ছিল। কিছুদিন আগেই ওয়াগনার সেনার প্রধান দাবি করেছিলেন যে, তাদের ওপর মিসাইল হামলা করেছে রুশ সেনা। ব্যস, তারপর থেকেই দ্বন্দ্ব আরও চরমে পৌঁছয়। এই মুহূর্তে তাই ওয়াগনার আতঙ্কে রুশ কর্তাদের মধ্যে রীতিমতো শোরগোল পড়েছে। একাধিক শহরের নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে। মনে করা হচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে ইউক্রেনের সঙ্গে হাত মেলাতে পারে তারা। তাহলে জেলেনস্কি বাহিনী থেকে আরও জোরদার হামলা হতে পারে রাশিয়ায়। 

এই ওয়াগনার বাহিনী পুতিনের নিজস্ব সেনা বলেও পরিচিত। কিন্তু আপাতত তারা মস্কো অভিযানের কথা ঘোষণা করেছে। এক কথায় রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এই ‘ভাড়াটে খুনিদের দল’। যদিও রাশিয়া শুক্রবার ওয়াগনার গোষ্ঠীর সব অভিযোগ অস্বীকার করেছে। এখন অনুমান, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট আসলে এই ওয়াগনার বাহিনীকে সতর্ক করার চেষ্টা করবেন। আর সাধারণ রাশিয়ান মানুষ যাতে আতঙ্কিত না হন সেই বার্তা দেবেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =