৩ জুলাই ভাঙল সব রেকর্ড! ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিনের সাক্ষী থাকল বিশ্ব

৩ জুলাই ভাঙল সব রেকর্ড! ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিনের সাক্ষী থাকল বিশ্ব

 কলকাতা:  বর্ষার মরশুম৷ রাজ্য তো বটেই গোটা দেশজুড়ে বৃষ্টি ঢুকে পড়েছে৷ কিন্তু তাতে বিন্দুমাত্র কমেনি গরম৷ উষ্ণতার পারদ চড়েছে গোটা বিশ্বেই৷ বিশ্বের গড় তাপমাত্রার নিরিখে গত সোমবার ছিল ‘উষ্ণতম’ দিন। বিশ্বের সব জায়গার ভূপৃষ্ঠ ও সমুদ্রের গড় তাপমাত্রা ১৭ ডিগ্রি ছুঁয়েছিল বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা (ডব্লুএমও)৷ এতদিন গোটা বিশ্বের নিরেখে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ছিল ২০১৬ সালের আগস্ট মাসে। সেই রেকর্ড ভেঙে সামান্য বাড়ল গড় তাপমাত্রা৷ মঙ্গলবার গোটা বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭.১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এই বৃদ্ধির মধ্যেই অশনিসঙ্কেত দেখতে পাচ্ছেন আবহাওয়াবিদ ও পরিবেশ বিজ্ঞানীরা। তাঁদের আশঙ্কা অদূর ভবিষ্যতে গড় তাপমাত্রা ১৭ ডিগ্রির গণ্ডি পার করে যাবে৷ এদিকে, জুলাই মাস থেকে এল নিনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রশান্ত মহাসাগরে হু হু করে বাড়ছে জলের উষ্ণতা৷ এর প্রভাবে ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশে  বৃষ্টিপাত কমার পাশপাশি তাপমাত্রা বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এ নিয়ে সতর্ক করে দিয়েছে ডব্লুএমও৷ পরিবেশগত কারণেও তাপমাত্রা বাড়ছে বিশ্বজুড়ে। 

ভারতের মৌসম ভবনের পরিসংখ্যন অনুযায়ী, গত ১২২ বছরে দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে শুষ্কতম এবং উষ্ণতম জুন কেটেছে ২০২৩ সালে। তবে এল নিনোর কোনও প্রভাব ভারতে পড়বে বলে জানায়নি কেন্দ্রীয় আবহাওয়া দফতর। কিন্তু আবহাওয়া দফতরের বিশেষ রিপোর্টে বলা হয়েছে, গত জুন মাসে দেশের একটা বড় অংশে গরম ছিল বেশি৷ বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ভারতের কথা রিপোর্টে তুলে ধরা হয়েছে। জুন মাসে পূর্ব ভারতে সধারণত গড়ে ২-৪ দিন তাপপ্রবাহ পরিস্থিতি থাকে। সেখানে  এবার ছিল ১১-১৯ দিন। ১৯০১ সালে দক্ষিণ ভারতে গড় তাপমাত্রা এতদিন ছিল সবচেয়ে বেশি৷ সেই রেকর্ড ভেঙেও সেখানে গড় সর্বোচ্চ তাপমাত্রা হয় ৩৪.০৫ ডিগ্রি। তবে আবহাওয়া দফতরের আশ্বাস, এল নিনো পরিস্থিতিতেও দেশে স্বাভাবিক বৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =