তীব্র গরমে পুড়ছে গোটা ইউরোপেরও, দহন জ্বালা সুইজারল্যান্ডেও

ফ্রান্স : তাপপ্রবাহে জ্বলছে ফ্রান্স৷ জারি কমলা সতর্কতা৷ দিনের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে স্থানীয়দের৷ গোটা ফ্রান্সে এখন ৩৮ থেকে ৪১ ডিগ্রি তাপমাত্রা চলছে৷ কলকাতাও এই একই তাপমাত্রা রয়েছে৷ গোটা ফ্রান্সজুড়ে প্রাথমিক স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রবল গরমে ট্রেন চলাচলও বিঘ্ন ঘটেছে৷ কমেছে ট্রেন৷ জার্মানিতে গত ৭০ বছরের সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড গড়েছে৷

তীব্র গরমে পুড়ছে গোটা ইউরোপেরও, দহন জ্বালা সুইজারল্যান্ডেও

ফ্রান্স : তাপপ্রবাহে জ্বলছে ফ্রান্স৷ জারি কমলা সতর্কতা৷ দিনের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে স্থানীয়দের৷  গোটা ফ্রান্সে এখন ৩৮ থেকে ৪১ ডিগ্রি তাপমাত্রা চলছে৷ কলকাতাও এই একই তাপমাত্রা রয়েছে৷ গোটা ফ্রান্সজুড়ে প্রাথমিক স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রবল গরমে ট্রেন চলাচলও বিঘ্ন ঘটেছে৷ কমেছে ট্রেন৷

জার্মানিতে গত ৭০ বছরের সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড গড়েছে৷ সেখানে তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রির কাছাকাছি৷ উত্তর আফ্রিকা থেকে ত্তপ্ত হাওয়া অস্বাভাবিক গরম বাড়িয়ে তুলেছে৷ সুইজারল্যান্ডেও তাপমাত্রা পৌঁছয় ৩৭ ডিগ্রিতে৷ সুইডেন ৩১.৩ ডিগ্রি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 13 =