ঢাকা: ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে জ্বলছে বাংলাদেশ৷ বোন রেহানাকে সঙ্গে নিয়ে কপ্টারে করে দেশ ছেড়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এদিকে, তাঁর দেশত্যাগের খবর আসতেই প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ দখলে করে নিল আন্দোলনকারী ছাত্র-জনতা।
সোমবার সকাল থেকেই সরকার পতনের এক দফা দাবিতে ‘লং মার্চ টু ঢাকা’-র ডার দেওয়া হয়৷ সেই অভিযান সফল করতে রাস্তায় নামেন কয়েক লক্ষ আন্দোলনকারী৷ সোমবার দুপুর দু’টো নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনের ভিতরে স্রোতের মতো ঢুকে পড়ে৷ শুরু হয় অবাধ লুটপাট ও ভাঙচুর। মাছ-মুরগি থেকে দামি আসবাব যে পারছে সেখান থেকে নিয়ে যাচ্ছে৷ একটি ভিডিয়োতে দেখা যায়, গণভবনে খাটের উপরে পায়ের উপর পা তুলে শুয়ে পড়েছেন এক ছাত্র৷ কাউকে কাউকে দেখা যায় বসে থাকতে৷ ভিতরে দামি জিনিসপত্র ভাঙচুরও করা হয়। এমনকী রিকশা ডেকে গণভবনের বোর্ড তুলে নিয়ে যেতে দেখা যায় এক আন্দোলনকারীকে৷