নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ড৷ উট্রেক্ট শহরে ট্রামের ভেতর চলল গুলি চলল। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দিকবাজকে রুখতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। টুইটারে পুলিশ জানিয়েছে, ট্রামের মধ্যে গুলি চলার ঘটনা ঘটেছে। ট্রমা হেলিকপ্টার পাঠান হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। একটি সেতুর কাছে দাঁড়িয়ে পড়েছে ট্রামটি। সেটির পাশে কালো মুখোশ পরে কয়েকজন পুলিশের উপস্থিতিও দেখা গিয়েছ৷ গোটা এলাকার যানবাহন চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে৷
গত সপ্তাহে নিউজিল্যান্ডের মসজিদে হামলা চলে। সেই ঘটনায় পাঁচ ভারতীয় সহ প্রায় পঞ্চাশ জনের মৃত্যু হয়। তার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে নেদারল্যান্ডে হামলা হল।
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)