ঘুমে আচ্ছন্ন শহর, বিরল রোগে ধূসর হচ্ছে স্মৃতি

কাজাকাস্তান : ঘুম৷ আর ঘুমের মধ্যে বিরল রোগে আক্রান্ত হয়ে ধূসর হচ্ছে স্মৃতি! কাজাকাস্তানে এমন এক শহর আছে যেখানে মানুষ রহস্যজনক ঘুমের দেশে হারিয়ে যেতে বসেছেন৷ শুধু রাতেই নয়, দিনের ব্যস্ত সময়েওম ঘুমিয়ে পড়ছেন এই শহরের বাসিন্দারা৷ শহরের নাম কালচি৷ দক্ষিণে কাজাকাস্তানের এই নামটি এখন মুমের আচ্ছন্ন৷ কালাচি শহরের অদ্ভুত ঘুম-রোগে আক্রান্ত প্রায় ৬ বছর

ঘুমে আচ্ছন্ন শহর, বিরল রোগে ধূসর হচ্ছে স্মৃতি

কাজাকাস্তান : ঘুম৷ আর ঘুমের মধ্যে বিরল রোগে আক্রান্ত হয়ে ধূসর হচ্ছে স্মৃতি! কাজাকাস্তানে এমন এক শহর আছে যেখানে মানুষ রহস্যজনক ঘুমের দেশে হারিয়ে যেতে বসেছেন৷ শুধু রাতেই নয়, দিনের ব্যস্ত সময়েওম ঘুমিয়ে পড়ছেন এই শহরের বাসিন্দারা৷ শহরের নাম কালচি৷ দক্ষিণে কাজাকাস্তানের এই নামটি এখন মুমের আচ্ছন্ন৷ কালাচি শহরের অদ্ভুত ঘুম-রোগে আক্রান্ত প্রায় ৬ বছর আগে থেকেই৷

২০১৩ সালে হঠাৎ এই রোগে আক্রান্ত হন কালচি শহরের বাসিন্দারা৷ আর এভাবে ঘুমিয়ে পড়ার পর জেগে উঠলে হারিয়ে যাচ্ছে স্মৃতি৷ এমনকি জেগে ওঠার পর বাস্তবে অস্তিত্ব নেই এমন জিনিসও দেখতে পান বাসিন্দারা৷ গোটা শহর জুড়ে এই রোগের কারণ এখনও পর্যন্ত পরিস্কার নয় চিকিৎসকদের কাছে৷

ইতিমধ্যে ভূ-তত্ত্ববিদরা ওই শহরের মাটি-বাতাশ ও জল পরীক্ষা করেছেন৷ পরীক্ষার জন্য নেওয়া হয়েছে ঘুমে আক্রান্ত রোগীর রক্তও৷ কিন্তু, তাতেও মেলেনি কোনও সূত্র৷ রুশ সীমান্তের কাছে একটি ইউরেনিয়াম গুহায় রেডন গ্যাসের বাতাসে মিশে যাওয়াকে এই রোগের কারণ হিসাবে মনে করেছেন ভূ-বিজ্ঞানীরা৷ তবে সেই তথ্য এখনও প্রমাণিত নয়৷ ফলে, চিন্তায় ঘুম উড়েছে পরিবেশ কর্মীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =