গোটা বিশ্বকে চমকে শক্তি প্রদর্শন রাশিয়ার, দেখুন অসাধারণ কিছু ছবি

গোটা বিশ্বকে চমকে শক্তি প্রদর্শন রাশিয়ার, দেখুন অসাধারণ কিছু ছবি

 

মস্কো:  পালিত হল রশিয়ার নৌসেনা দিবস৷ উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ রইল নৌসেনাবাহিনীর কুচকাওয়াজের কিছু ছবি৷ 

১.সাভাস্তোপোলের কৃষ্ণ সাগর বন্দরে কুচকাওয়াজের সময় মিসাইল নিক্ষেপ করছে রাশিয়ার অ্যান্টি-সাবমেরিন রণতরী মুরোমেটস৷ 
২. কুচকাওয়াজ দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রতিরক্ষামন্ত্রী সারগেই শোয়েগু৷ 
৩. রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে ক্রোনস্টাডটে নেভি ডে প্যারেড চলাকালীন যাত্রা করে রাশিয়ার যুদ্ধজাহাজ৷ 
৪. সেন্ট পিটারবার্গের আকাশে চলল যুদ্ধবিমানের মহড়া৷ আকাশে রুশ পতাকার রঙ উড়িয়ে সকলকে মুগ্ধ করল রাশিয়ার সুখোই এসইউ-২৫ যুদ্ধবিমান৷ 
৫. কুচকাওয়াজের পর রাশিয়ার উচ্চপদস্থ নৌসেনাকর্তাদের সঙ্গে আলাপচারিতায় প্রেসিডেন্ট পুতিন৷

৬. নৌসেনা দিবস উপলক্ষে ভাষণ দিচ্ছেন পুতিন৷ 
৭. মাধ্যিখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন , ডানদিকে রয়েছেন রাশিয়ার নৌসেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ অ্যাডমিরাল নিকোলাই ইয়েমেনভ, বামদিকে রয়েছেন  রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সারগেই শোয়েগু৷ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নৌসেনা দিবসের কুচকাওয়াজ দেখছেন তাঁরা।
৮. রাশিয়ান বিমান থেকে নির্গত ধোঁয়ায় মিশেছে রুশ পতাকার রঙ৷ অসাধারণ রূপে সেজেছে সেন্ট পিটার্সবার্গের আকাশ৷ 
৯. কুচকাওয়াজ চলার সময় যুদ্ধজাহাজ পরিদর্শন করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন , নৌসেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ অ্যাডমিরাল নিকোলাই ইয়েমেনভ এবং প্রতিরক্ষামন্ত্রী সারগেই শোয়েগু৷
১০. নেভি ডে উদযাপনে যোগ দিতে পৌঁছন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷  

১১. সেন্ট পিটার্সবার্গে নৌসেনা দিবসের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রুশ প্রেসিডেন্ট৷
১২. নৌসেনা অফিসারদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
৷ 

১৩. রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে ক্রোনস্টাডটে নেভি ডে প্যারেড চলাকালীন রাশিয়ার যুদ্ধজাহাজের যাত্রা৷
১৪. আলাপচারিতায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রতিরক্ষামন্ত্রী সারগেই শোয়েগু৷
১৫. রাশিয়ার মেরিন এবং এক চিকিৎসক এক কমরেডকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছিলেন৷

১৬. নৌসেনাকর্তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ 
১৭. রাশিয়ার ফাইটার জেট এসএই-২৫ এর কুচকাওয়াজ৷ 
১৮. সেন্ট পিটার্সবার্গে নেভি ডে প্যারেড চলাকালীন পারফর্ম করছেন সামরিক ব্যান্ডের সদস্যরা৷ 
১৯. নেভি ডে প্যারেডে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ 
২০. রাশিয়ার মেরিন এবং চিকিৎসাকর্মী এক সহকর্মীকে সাহায্য করছেন৷ 

২১. ভিন্ন একটি অ্যাঙ্গেল থেকে ধরা পড়ল রুশ রণতরীর রূপ৷ 
২২. নৌসেনা বাহিনীর কুচকাওয়াজে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ 
২৩. এস-ইউ-২৫ এর আরও একটি অনবদ্য ছবি৷ 

২৪. কুচকাওয়াজের সময় পর পর ভেসে আসছে রাশিয়ার রণতরী৷ 
২৫. রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নেভি ডে প্যারেড চলাকালীন নেভা নদীতে রুশ যুদ্ধজাহাজ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *