ট্রাম্পের সমর্থনে টিকটক ভিডিয়ো, খুনের হুমকির মুখে মার্কিন পড়ুয়া

ট্রাম্পের সমর্থনে টিকটক ভিডিয়ো, খুনের হুমকির মুখে মার্কিন পড়ুয়া

নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একটি টিকটক ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি৷ এই অভিযোগে মার্কায়েট বিশ্ববিদ্যালয় থেকে আগত এক নবীনের ভর্তি বাতিল করার হুমকি দিল মিলওয়াকি স্কুল৷ ব্যক্তিগতভাবেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর৷ 

কলেজ ফিক্সের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ‘হোয়েন দা লিবস ফাইন্ড দেয়ার ওয়ে টু ইওর পেজ’ শিরোনামে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সামান্থা পেফেরেল৷ ওই ভিডিয়োটিতে একাধিক ক্যাপশনও দিয়েছিলেন তিনি৷ যেমন- ‘যখন মানুষ দেখবে যে আমি ট্রাম্পকে সমর্থন করি’, ‘তখন তাঁরা আমাকে ঘৃণা করবে’, এবং ‘মনে করুন আমি আমার মতামত পরিবর্তন করব’৷  ওই ভিডিয়োটিতে রয়েছে ট্রাম্প ২০২০ পতাকা এবং লেখা রয়েছে মার্কায়েট ২০২৪৷ 

পেফেরেল বলেন, ইতিমধ্যেই এই ভিডিয়োটির ৬ লাখ ভিউ হয়ে গিয়েছে৷ এবং ভিডিয়োটির জন্য তাঁকে মেরে ফেলার হুমকিও এসেছে একাধিক জনের কাছ থেকে৷ কলেজ ফিক্স জানাচ্ছে, এক ইউজার লিখেছে ‘‘আশা করি আপনাকে গুলি করা হবে’’৷ আবার অপর এক ইউজারের কথায়, ‘‘আমি আপনার জন্য প্রার্থনা করব, কিন্তু আপনি এর যোগ্য নন৷’’পেফেরেল একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এই ধরনের উত্তেজক মন্তব্যে আমি অত্যান্ত হতাশ হয়েছিলাম৷ আমার পরিচিতদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া সত্যই বিভৎস৷’’ 

স্নাতক স্তরে ভর্তির সময় ডিন ব্রায়ান ট্রয় তাঁকে বলেছিলেন, তাঁকে ভর্তি নেওয়া হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়৷ অথচ আবাসনের জন্য ইতিমধ্যেই টাকা জমা দিয়ে দিয়েছেন তিনি৷ এমনকী তাঁর কাছে ক্লাসের সম্পূর্ণ সময়সূচিও রয়েছে৷ যদিও পরে স্কুল কর্তৃপক্ষ সামান্থা পেফেরেলকে জানায়, তাঁকে ভর্তি নেওয়া হবে৷ তবে বেশ কিছু স্কুল তাঁর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলেও জানান সামান্থা৷  এমনকী তাঁর স্বপ্ন নিয়েও অনুমানমূলক প্রশ্ন করে তাঁকে অস্বস্তিতে ফেলা হয়েছিল৷ অন্যদিকে, এক বিবৃতিতে মার্কায়েট বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, সামান্থার ভর্তি বাতিল করেনি তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =