বিস্ময়! মৃত মায়ের পেটে জীবিত শিশু, কীভাবে সম্ভব?

ওয়াশিংটন: দুষ্কৃতীদের ছুরির ঘায়ে মৃত গর্ভবতী তরুণী৷ কিন্তু, সেই মৃত মায়ের মায়ের জঠর থেকে জন্ম নিল শিশু৷ বিস্ময়কর ঘটনার স্বাক্ষী থকলেন লন্ডনের মানুষ৷ জানা গিয়েছে, বছর ২৬ বছরের কেলি মেরি আট মাসের গর্ভবতী ছিলেন৷ লন্ডনের ক্রয়ডনে প্রকাশ্য রাস্তায় তাঁকে কুপিয়ে খুন করে দুই আততায়ী৷ তাঁর পেটে পরপর ছুরির আঘাত করা হয়৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে

বিস্ময়! মৃত মায়ের পেটে জীবিত শিশু, কীভাবে সম্ভব?

ওয়াশিংটন: দুষ্কৃতীদের ছুরির ঘায়ে মৃত গর্ভবতী তরুণী৷ কিন্তু, সেই মৃত মায়ের মায়ের জঠর থেকে জন্ম নিল শিশু৷ বিস্ময়কর ঘটনার স্বাক্ষী থকলেন লন্ডনের মানুষ৷

জানা গিয়েছে, বছর ২৬ বছরের কেলি মেরি আট মাসের গর্ভবতী ছিলেন৷ লন্ডনের ক্রয়ডনে প্রকাশ্য রাস্তায় তাঁকে কুপিয়ে খুন করে দুই আততায়ী৷ তাঁর পেটে পরপর ছুরির আঘাত করা হয়৷ রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ওই তরুণী৷ খবর পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ ও প্যারামেডিকেল কর্মীরা৷ তাঁদের চেষ্টায় মৃত মায়ের পেট থেকে জীবিত অবস্থায় জন্ম নিল শিশু৷ তবে, সঠিক সময়ের আগে শিশুরু জন্ম হওয়ায় তার অবস্থা রুগ্ন৷ চলছে চিকিৎসা৷ তবে ঠিক কী কারণে ওই দুই ব্যক্তি খুন করেছেন মেরিকে সেটা জানায়নি পুলিশ৷ তবে দুজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 9 =