ফের ভূমিকম্পে কেঁপে উঠল ধরাধাম

জাকার্তা: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মাটি। রবিবার ইন্দোনেশিয়ার পূর্ব দিকের উত্তর মালুকু প্রদেশে ৬.১ মাত্রায় ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন আমেরিকান সিসমোলজিস্টেরা। তবে তারা আরও জানিয়েছেন, কোনও সুনামির সতর্কবার্তা এখনো জারি করা হয়নি। ১৫০ কিলোমিটার বা ৯২ মাইল এলাকা জুড়ে ভূকম্পন অনুভূত হয়েছে। আমেরিকান জিওলজিক্যাল সার্ভের মতে, উত্তর পশ্চিমের উপকূলবর্তী শহর এলাকায় ৩৭ কিলোমিটার গভীর একটি

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ধরাধাম

জাকার্তা: ফের ভূমিকম্পে কেঁপে উঠল মাটি। রবিবার ইন্দোনেশিয়ার পূর্ব দিকের উত্তর মালুকু প্রদেশে ৬.১ মাত্রায় ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছেন আমেরিকান সিসমোলজিস্টেরা। তবে তারা আরও জানিয়েছেন, কোনও সুনামির সতর্কবার্তা এখনো জারি করা হয়নি।

১৫০ কিলোমিটার বা ৯২ মাইল এলাকা জুড়ে ভূকম্পন অনুভূত হয়েছে। আমেরিকান জিওলজিক্যাল সার্ভের মতে, উত্তর পশ্চিমের উপকূলবর্তী শহর এলাকায় ৩৭ কিলোমিটার গভীর একটি এলাকা থেকে ভূকম্পনের উৎপত্তি হয়৷ স্থানীয় এক বাসিন্দা জানান, ভূকম্পনের মাত্রা যথেষ্ট তীব্র হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারনেট এলাকার বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘‘আমি বাড়িতে বসে টিভি দেখছিলাম। হঠাৎ ভূকম্পন অনুভব করি। বেশ জোরেই কম্পন হচ্ছিল, কিন্তু খুব দ্রুত তা থেমেও যায়। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারেনি৷’’

আধিকারিকরা জানিয়েছেন, এখনও ভূকম্পনের সম্পূর্ণ প্রভাব খতিয়ে দেখা সম্ভব হয়নি। তবে প্রাথমিক যে রিপোর্ট পাওয়া গিয়েছে, তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি৷ ইন্দোনেশিয়ার আবহাওয়া এবং সুনামি বিভাগের প্রধান রহমান ট্রিয়োনো বলেন, ‘‘আমরা আরও বিশদে খতিয়ে দেখছি। কোনও ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায় কি না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =