লঙ্কায় বিস্ফোরণ, এই জঙ্গিদের পরিচয় জানলে চমকে উঠবেন

কলম্বো: ধারাবাহিক বিস্ফোরণের ৫ দিন পর অবশেষে ছ’জন সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল শ্রীলঙ্কা পুলিশ৷ এদের মধ্যে তিনজন মহিলা৷ জানা গিয়েছে, আত্মঘাতী জঙ্গিদের মধ্য রয়েছে ধনী ব্যবসায়ী পরিবারের দুই সদস্য৷ গত রবিবার ইস্টারের দিন শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয় ২৫০ জনের৷ পুলিস ইতিমধ্যেই এই নাশকতার ঘটনার জন্য ৭৬ জনকে গ্রেপ্তার করেছে৷ জানা গিয়েছে, শ্রীলঙ্কার স্থানীয় জঙ্গি সংগঠন

লঙ্কায় বিস্ফোরণ, এই জঙ্গিদের পরিচয় জানলে চমকে উঠবেন

কলম্বো: ধারাবাহিক বিস্ফোরণের ৫ দিন পর অবশেষে ছ’‌জন সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল শ্রীলঙ্কা পুলিশ৷ এদের মধ্যে তিনজন মহিলা৷ জানা গিয়েছে, আত্মঘাতী জঙ্গিদের মধ্য রয়েছে ধনী ব্যবসায়ী পরিবারের দুই সদস্য৷ গত রবিবার ইস্টারের দিন শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয় ২৫০ জনের৷ পুলিস ইতিমধ্যেই এই নাশকতার ঘটনার জন্য ৭৬ জনকে গ্রেপ্তার করেছে৷

জানা গিয়েছে, শ্রীলঙ্কার স্থানীয় জঙ্গি সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত বা এনটিজের ৯ জন সদস্য আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়৷ তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলকে টার্গেট করা হয়৷ পরে, ঘটনার তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজনদের নামসহ ছবি প্রকাশ করে৷ সাধারণের কাছ থেকে তাদের ব্যাপারে তথ্য চাওয়া হয়৷  জানা গিয়েছে, ইস্টারের বিস্ফোরণের পিছনে রয়েছে শ্রীলঙ্কার বিত্তবান মশলা ব্যবসায়ী পরিবারের দুই সন্তান৷ আত্মঘাতী হামলা চালিয়েছে ইনসাথ ও ইলহাম আহমেদ নামের দুই ভাই৷ কলম্বোর ‘ইশানা এক্সপোর্টস’ সংস্থার মালিক মহম্মদ ইব্রাহিমকের ছেলে ইনসাথ ও ইলহাম আহমেদ৷ মহম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

পুলিস যাদের গ্রেপ্তার করেছে তাদের অধিকাংশই এনটিজের সঙ্গে যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এই জঙ্গি গোষ্ঠীকেই শ্রীলঙ্কায় বিস্ফোরণ করার জন্য দায়ি করা হয়েছিল। যদিও এই দায় নিজেদের ঘাড়ে নেয় আইএস। শ্রীলঙ্কা প্রশাসন মেনে নিয়েছে যে এই বিস্ফোরণের নেপথ্যে তাদের গাফিলতি ছিল৷ ভারতের পক্ষ থেকে বারংবার সতর্ক করা সত্ত্বেও দেশের সরকার কর্নপাত করেনি তাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =