লটারি জেতার টাকার ভাগ দিতে হবে প্রাক্তন স্ত্রীকে, নির্দেশ আদালতের

ওয়াশিংটন: কত টাকা হলে ভাগ্য খুলতে পারে? সেই প্রশ্ন এখন মুখে মুখে ফিরছে মার্কিন দেশের মিচিগানে৷ সেখানে লটারি জেতার টাকার নিয়ে শুরু হয়েছে চর্চা৷ ২০১৩ সালে লটারির টিকিট কেটেছিলেন রিচার্ড জেলাস্কো নামের এক ব্যক্তি৷ সেই টিকিটে ৮০ লক্ষ ডলার জিতেছেন রিচার্ড৷ কিন্তু, লটারি জেতার খবর ছড়িয়ে পড়তেই বেধেছে বিপত্তি৷ যেহেতু বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন ওই

লটারি জেতার টাকার ভাগ দিতে হবে প্রাক্তন স্ত্রীকে, নির্দেশ আদালতের

ওয়াশিংটন: কত টাকা হলে ভাগ্য খুলতে পারে? সেই প্রশ্ন এখন মুখে মুখে ফিরছে মার্কিন দেশের মিচিগানে৷ সেখানে লটারি জেতার টাকার নিয়ে শুরু হয়েছে চর্চা৷

২০১৩ সালে লটারির টিকিট কেটেছিলেন রিচার্ড জেলাস্কো নামের এক ব্যক্তি৷ সেই টিকিটে ৮০ লক্ষ ডলার জিতেছেন রিচার্ড৷ কিন্তু, লটারি জেতার খবর ছড়িয়ে পড়তেই বেধেছে বিপত্তি৷ যেহেতু বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন ওই টিকিট কেটেছিলেন রিচার্ড, তাই আদালতের নির্দেশ ওই টাকার ভাগ দিতে হবে প্রাক্তন স্ত্রীক মেরি জেলাস্কোকে৷ লটারি জেতার খবর জানার পরেই তিন বিচারকের এক বেঞ্চ মার্কিন দেশে এমন সিদ্ধান্ত জানিয়েছেন৷

জানা গিয়েছে, সাত বছর দাম্পত্য জীবন কাটানোর পর জোলাস্কো দম্পতি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন৷ কিন্তু ২০১৮ সালে সেই মামলার কোনও রায় প্রকাশ্যে আসেনি৷ ২০১৩-য় ওই লটারির টিকিট কাটেন রিচার্ডি৷ গত সপ্তাহে বিষয়টি জানাজানি হচেই গোটা টাকার ভাগ স্ত্রীকে দিতে নির্দশ দেয় আদালত৷ মামলার শুনানিতে রিচার্ডের উকিল জানিয়েছেন, তিনি আদালতের এই নির্দেশ মেনে নিতে পারছেন না৷ তাঁর দাবি, রিচার্ড ভাগ্যবান বলেই এই টাকা পেয়েছেন তিনি৷ তার দাবিদার তিনিই৷ ইতিমধ্যেই তিনি আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =