খোরপোশের টাকায় বিশ্বের চতুর্থ ধনী মহিলা অ্যামাজন কর্তার স্ত্রী!

ওয়াশিংটন: এই মুহূর্তে তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি৷ ই-কমার্স সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আয়ও প্রচুর৷ যেমন আয়, তেমনই তো ব্যয়৷ আয়ের সঙ্গে সংযোগ রেখে বিশ্বের সবচেয়ে দামি বিবাহবিচ্ছেদের তালিকেও শীর্ষে উঠে এলেন জেফ বেজোস৷ জেফের সঙ্গে ২৬ বছর ঘর করেছেন স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস৷ চলতি বছর জানুয়ারি মাসেই সেই সম্পর্কে ইতি টানার ঘোষণা করেন তিনি৷ কিন্তু,

খোরপোশের টাকায় বিশ্বের চতুর্থ ধনী মহিলা অ্যামাজন কর্তার স্ত্রী!

ওয়াশিংটন: এই মুহূর্তে তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি৷ ই-কমার্স সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আয়ও প্রচুর৷ যেমন আয়, তেমনই তো ব্যয়৷ আয়ের সঙ্গে সংযোগ রেখে বিশ্বের সবচেয়ে দামি বিবাহবিচ্ছেদের তালিকেও শীর্ষে উঠে এলেন  জেফ বেজোস৷

জেফের সঙ্গে ২৬ বছর ঘর করেছেন স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস৷ চলতি বছর জানুয়ারি মাসেই সেই সম্পর্কে ইতি টানার ঘোষণা করেন তিনি৷ কিন্তু, স্ত্রীর খোরপোশ নিয়ে জল্পনা চলছিলই৷ এবার জানা গেল সেই খোরপোশের অঙ্ক৷ দম্পতির হাতে থাকা আমাজনের মোট শেয়ারের ২৫ শতাংশ পাচ্ছেন ম্যাকেঞ্জি৷ যার বর্তমান বাজারদর ৩ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার৷ ফলে, বিবাহবিচ্ছেদ হতেই খোরপোশের টাকায় বিশ্বের চতুর্থ ধনীতম মহিলা হতে চলেছেন তিনি৷ সবথেকে অবাক করা বিষয় হল, ইতিমধ্যেই নিজের সম্পত্তির অর্ধেক দান করার ঘোষণা করেছেন এই লেখিকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =