লাদেন বংশ নির্মূল করল আমেরিকা, খতম পুত্র

ওয়াশিংটন: ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন সম্পর্কে তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা আগেই করেছিল আমেরিকা৷ এই বাবা লাদের মতোই হাল হল আল কায়দার প্রধান নেতা হামজা বিন লাদেন৷ গোপন অভিযান চালিয়ে অবশেষে খতম ওসামা বিন লাদেনের ছেলে হামজা৷ আমেরিকার তরফে এই ঘোষণা করা হলেও কোথায় তাকে মারা হয়েছে, সে বিষয়ে

লাদেন বংশ নির্মূল করল আমেরিকা, খতম পুত্র

ওয়াশিংটন: ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন সম্পর্কে তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা আগেই করেছিল আমেরিকা৷ এই বাবা লাদের মতোই হাল হল আল কায়দার প্রধান নেতা হামজা বিন লাদেন৷ গোপন অভিযান চালিয়ে অবশেষে খতম ওসামা বিন লাদেনের ছেলে হামজা৷

আমেরিকার তরফে এই ঘোষণা করা হলেও কোথায় তাকে মারা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও জানায়নি মার্কিন প্রশাসন৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই বিষয়ে তিনি কোনওরকম মন্তব্য করবেন না৷ ওসামা বিন লাদেনের সন্তানদের মধ্যে পঞ্চদশ সন্তান ছিলেন হামজা৷ লাদেনের তৃতীয় স্ত্রীর সন্তান ছিলেন তিনি৷

কয়েক বছর ধরে হামজা তার বাবার হত্যার বদলা নিতে আমেরিকা ও তাঁর বন্ধু দেশগুলিতে হামলা করার জন্য অনুগামীদের আহ্বান জানিয়ে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করে আসছে। ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন নৌবাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার দায় স্বীকার করেছিল আল কায়েদা। ওই ঘটনায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। বছর দুই আগে হামজা বিন লাদেনকে সন্ত্রাসীদের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

ধারণা করা হচ্ছে, এখন তার বয়স ৩০ বছর৷ লাদেনের জীবিত তিন স্ত্রীর মধ্যে খাইরিয়া সাবারের গর্ভে জন্ম হামজার৷ ৯/১১ সন্ত্রাসী হামলার অন্যতম হোতা মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছেন বলে জানা যায়৷ হামজা বিন লাদেন ২০১৫ সালে আল কায়দার সদস্য হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =