বিমানেই প্রেমিকের মাথায় ল্যাপটপ ভাঙলেন প্রেমিকা

মিয়ামি : প্রেমিকাকে পাশে বসিয়ে অন্য মহিলাকে দেখা যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা হাড়ে হাড়ে টের পেলেন এক প্রেমিক। মিয়ামি থেকে লস এঞ্জেলেস যাচ্ছিলেন এক যুগল। বিমানের সিটে প্রেমিকের পাশেই ছিলেন প্রেমিকা। কিন্তু হটাৎ করেই প্রেমিকা খেয়াল করলেন তাঁর প্রেমিক অন্য এক সুন্দরীর দিকে মোহিত দৃষ্টিতে তাঁকিয়ে রয়েছেন। আগুনে ঘি পড়ে তাতেই, রাগে অগ্মিশর্মা হয়ে প্রেমিকা

বিমানেই প্রেমিকের মাথায় ল্যাপটপ ভাঙলেন প্রেমিকা

মিয়ামি : প্রেমিকাকে পাশে বসিয়ে অন্য মহিলাকে দেখা যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা হাড়ে হাড়ে টের পেলেন এক প্রেমিক। মিয়ামি থেকে লস এঞ্জেলেস যাচ্ছিলেন এক যুগল। বিমানের সিটে প্রেমিকের পাশেই ছিলেন প্রেমিকা। কিন্তু হটাৎ করেই প্রেমিকা খেয়াল করলেন তাঁর প্রেমিক অন্য এক সুন্দরীর দিকে মোহিত দৃষ্টিতে তাঁকিয়ে রয়েছেন। আগুনে ঘি পড়ে তাতেই, রাগে অগ্মিশর্মা হয়ে প্রেমিকা সটান চড়াও হন নিজের প্রেমিকের ওপরই। উড়ন্ত বিমানেই জুড়ে দেন চিৎকার চেচামেচি, সঙ্গে অকথ্য গালিগালাজ। এই ঘটনায় ছুটে আসেন বিমানসেবিকারা, তাঁরা প্রথমে কোনও রকমে নিরস্ত করেন ওই মহিলাকে।

তাঁর প্রেমিককে বিমানের সামনের দিকে চলে যাওয়ার অনুরোধ করেন বিমানকর্মীরা। সেই প্রস্তাবে সাড়া দিয়ে তিনি যেই সামনের দিকে পা বাড়িয়েছেন তখনই পিছনে ধাওয়া করেন প্রেমিকা। এবং রাগে গজগজ করতে করতেই তিনি হাতের ল্যাপটপ সটান বসিয়ে দেন প্রেমিকের মাথায়। বিমানের মধ্যেই এই মধুর ঝামেলা মোবাইলে ভিডিও করার সুযোগ ছাড়েননি অন্যান্য যাত্রীরা। ফলে সেই ভিডিও ভাইরাল হতে মুহুর্ত লাগেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =