সম্পর্ক ভাঙতেই নিজের পোষ্য কুকুরকে বিয়ে করলেন মডেল

লন্ডন : ভেঙে গিয়েছে ৪টি বিয়ে৷ পরপর সম্পর্ক ভাঙতেই নিজের পোষ্য কুকুরকেই জীবনের সঙ্গী রূপে বেছে নিলেন প্রাক্তন ব্রিটিশ মডেল৷ প্রিয় পোষ্যটি ‘লোগান’কে বিয়ের সিদ্ধান্ত আটের দশকের লন্ডনের জনপ্রিয় মডেল৷ এখন তার বয়স ৪৯৷ এই বয়সে এসে মানুষের প্রেমের প্রতি বিশ্বাস হারিয়ে পোষ্যটি তাঁকে কখনও একা হতে দেয়নি৷ লন্ডনের একটি বেসরকারি হলে জাকজমক করে পোষ্যের

সম্পর্ক ভাঙতেই নিজের পোষ্য কুকুরকে বিয়ে করলেন মডেল

লন্ডন : ভেঙে গিয়েছে ৪টি বিয়ে৷ পরপর সম্পর্ক ভাঙতেই নিজের পোষ্য কুকুরকেই জীবনের সঙ্গী রূপে বেছে নিলেন প্রাক্তন ব্রিটিশ মডেল৷ প্রিয় পোষ্যটি ‘লোগান’কে বিয়ের সিদ্ধান্ত আটের দশকের লন্ডনের জনপ্রিয় মডেল৷ এখন তার বয়স ৪৯৷ এই বয়সে এসে মানুষের প্রেমের প্রতি বিশ্বাস হারিয়ে পোষ্যটি তাঁকে কখনও একা হতে দেয়নি৷

লন্ডনের একটি বেসরকারি হলে জাকজমক করে পোষ্যের সঙ্গে সেরে ফেলেন তিনি৷ বিয়ের পর একটি সাক্ষাৎকার ওই মডেল বলেছেন, প্রেমে একাধিকবার অবসাদ গ্রস্থ হয়ে পড়েছিলেন তিনি৷ আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন৷ কিন্তু তার গোল্ডেন রিট্রিভারটি নিজের প্রাণ বাজি রেখে বাঁচিয়েছে তাঁর মনিবকে৷ দুঃখের দিনে পাশে থেকেছে৷ সব অবসাদ ভুলিয়ে হাসতে শিখিয়েছে লোগান তাই তাঁর চেয়ে বড় ভালোবাসার কেউ নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =