মালিককে গিলে খেল ১৮ কুকুর, মলেই মিলল দেহ

টেক্সাস: পোশাক সহ প্রভুকেই গিলে খেল তাঁরই পোষা কুকুর৷ ঘটনাটি টেক্সাসের ভেনাসের৷ মৃতের নাম ম্যাক৷ বাড়িতে ১৮টি কুকুর নিয়েই থাকতেন ম্যাক৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ উঠতেও পারতে না৷ তবে মৃত্যুর পর পোষ্যেরা তাঁর মৃতদেহ ছিঁড়ে খেয়েছে নাকি, প্রভুকে জীবিত অবস্থায় গিলে ফেলেছে, তা অবশ্য জানতে পারেনি পুলিশ৷ পুলিশ জানিয়েছে,অসুস্থ হওয়ার পর থেকে সপ্তাহ-দুয়েক

মালিককে গিলে খেল ১৮ কুকুর, মলেই মিলল দেহ

টেক্সাস: পোশাক সহ প্রভুকেই গিলে খেল তাঁরই পোষা কুকুর৷ ঘটনাটি টেক্সাসের ভেনাসের৷ মৃতের নাম ম্যাক৷ বাড়িতে ১৮টি কুকুর নিয়েই থাকতেন ম্যাক৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ উঠতেও পারতে না৷ তবে মৃত্যুর পর পোষ্যেরা তাঁর মৃতদেহ ছিঁড়ে খেয়েছে নাকি, প্রভুকে জীবিত অবস্থায় গিলে ফেলেছে, তা অবশ্য জানতে পারেনি পুলিশ৷ পুলিশ জানিয়েছে,অসুস্থ হওয়ার পর থেকে সপ্তাহ-দুয়েক ম্যাকের কোনও খোঁজ পাওয়া যায়নি৷ মেলেনি তাঁর পোশাক৷ এমনকি চুলও৷ পুলিশ জানিয়েছে, ম্যাককে ওই ১৮টি কুকুর গিলে খেয়েছে৷

১৮ কুকুরের মলের নমুনা থেকে গত মঙ্গলবার ম্যাকের দেহের যেটুকু অংশ মিলেছে৷ তা মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ৷ সাধারণত কারও সঙ্গেই তেমন যোগাযোগ রাখতেন না ম্যাক৷ বেশ কিছুদিন তাঁর খবর না পাওয়ায় তাঁর পরিবারের একজন সদস্যের সঙ্গে যোগাযোগ করেন৷ ম্যাকের খোঁজ না পেয়ে তাঁর বাড়িতেও আসেন৷ কিন্তু ওই কুকুরগুলি এতখানিই হিংস্র হয়ে ওঠে, কাউকেই বাড়িতে ঢুকতে দেয়নি৷ ড্রোন উড়িয়েও বাড়ির ভেতরে দেখার চেষ্টা করে পুলিশ৷ তাও ম্যাকের সন্ধান না মেলায় তদন্তে নামে পুলিশ৷ পরে ম্যাকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ সেখানে কুকুরের মল থেকে কয়েকটি হাড়ের টুকরো পাওয়া যায়৷ কুকুরগুলিকে আটক করে তল্লাশি চালে৷ প্রতিটি কুকুরের মল পরীক্ষার পর কিছু চুল ও হাড়-সহ ম্যাকের পোশাকের ছেঁড়া টুকরো উদ্ধার হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − five =