রেস্তোরাঁর ট্রাম্পের ছেলের মুখে থুতু

আমেরিকা : ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুতু! এরিক আমেরিকার শিকাগো শহরে এক অভিজাত রেস্তোরাঁয়ম নৈশভোজ সারতে যান৷ সেখানেই তাঁকে থুতু দেওয়া হয়৷ রেস্তোরাঁ কর্তৃপক্ষ খাবার পরিবেশনকারী এক মহিলাকে ছুটিতে পাঠিয়েছে৷ ওই মহিলা কর্মী হঠাৎই এরিকের মুখে থুতু ছোড়েন বলে অভিযোগ৷ শিকাগো পুলিশ প্রধান টুইটে জাননা, মার্কিন গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনার তদন্ত

রেস্তোরাঁর ট্রাম্পের ছেলের মুখে থুতু

আমেরিকা : ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুতু! এরিক আমেরিকার শিকাগো শহরে এক অভিজাত রেস্তোরাঁয়ম নৈশভোজ সারতে যান৷ সেখানেই তাঁকে থুতু দেওয়া হয়৷  রেস্তোরাঁ কর্তৃপক্ষ খাবার পরিবেশনকারী এক মহিলাকে ছুটিতে পাঠিয়েছে৷ ওই মহিলা কর্মী হঠাৎই এরিকের মুখে থুতু ছোড়েন বলে অভিযোগ৷

শিকাগো পুলিশ প্রধান টুইটে জাননা, মার্কিন গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনার তদন্ত করছে৷  তবে এরিক ট্রাম্প এ ঘটনায় কোনও অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − two =