ফের নির্ভয়া কাণ্ডের ছায়া, চলন্তবাসে গণধর্ষণের পর খুন নির্যাতিতা

আজ বিকেল: ফাঁকা বাসে চালক ও খালাসির লালসার শিকার, পরে নির্যাতিতাকে খুন। এবার নির্ভয়া কাণ্ডের ছায়া দেখল বাংলাদেশ। সোমবার গভীররাতে নারকীয় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কটিয়াদি এলাকায়। নির্যাতিতা তরুণী হাসপাতালে নার্সের চাকরি করেন। মঙ্গলবার থেকে রোজা শুরু বলে, আগেরদিনি বাড়িতে আসার তোড়জোর করছিলেন তিনি। সেই মতো হাসপাতাল থেকে বেতন তোলেন, বাড়ির জন্য একটি এলইডি টিভি কেনেন।

ফের নির্ভয়া কাণ্ডের ছায়া, চলন্তবাসে গণধর্ষণের পর খুন নির্যাতিতা

আজ বিকেল: ফাঁকা বাসে চালক ও খালাসির লালসার শিকার, পরে নির্যাতিতাকে খুন। এবার নির্ভয়া কাণ্ডের ছায়া দেখল বাংলাদেশ। সোমবার গভীররাতে নারকীয় ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কটিয়াদি এলাকায়। নির্যাতিতা তরুণী হাসপাতালে নার্সের চাকরি করেন। মঙ্গলবার থেকে রোজা শুরু বলে, আগেরদিনি বাড়িতে আসার তোড়জোর করছিলেন তিনি। সেই মতো হাসপাতাল থেকে বেতন তোলেন, বাড়ির জন্য একটি এলইডি টিভি কেনেন। ওই তরুণীর ইচ্ছে ছিল রোজা শুরু হলে কয়েকদিন পরিবারের সঙ্গে কাটিয়ে ফের কর্মক্ষেত্রে ফিরে যাবেন।

সোমবার দুপুর দুপুর তিনি বাসে বাড়ির পথে রওনা হয়ে যান। রাস্তাতেই ঘটে বিপত্তি, কটিয়াদি পৌঁছাতেই বাস প্রায় খালি হয়ে যায়। ততক্ষণে অন্ধকার নেমেছে, এর আগে বাড়িতে দাদা ও বাবাকে বেশ কয়েকবার ফোন করে তাঁর খবরাখবর দিয়েছেন ওই তরুণী। এদিকে  কটিয়াদির পর পিরিজপুর পৌছাতে বাসের সময় লাগার কথা আধঘণ্টা। কিন্তু রাস্তার মাঝখানে বেশ কয়েক জায়গায় বাস থামিয়ে লোক তোলে চালক, আগে থেকেই পরিকল্পনা করা ছিল, অন্ধকার নামতেই ওই তরুণীর উপরে শুরু হয় শারীরিক নির্যাতন। চলন্ত বাসেই গণধর্ষণের শিকার হন তিনি। তারপর ওড়নার ফাঁসে নির্যাতিতাকে খুন করে কাছের এক স্বাস্থ্যেকেন্দ্রে ফেলে পালিয়ে যায় ধর্ষক বাস চালক ও খালাসি।

এদিকে হাসপাতালের লোকজন ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ধর্ষণের পর তরুণীকে খুন করা হয়েছে। মৃতের কাছে এক মাসের বেতন চাড়াও একটি ১৯ ইঞ্চির কালার টিভি উদ্ধার হয়েছে। কাছে থাকা ঠিকানা থেকেই বাড়িতে যোগাযোগ করা হলে নির্যাতিতার দাদা এসে তাঁর দেহ শনাক্ত করেন। রোজা শুরুর আগে এই মর্মান্তিক ঘটনায় ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগ বাসের চালক ও কালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কড়া শাস্তির দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =