এখনও প্রাণ আছে… বোনকে আগলে দিদি, আর্তনাদ বাবার, দেখন মর্মান্তিক ছবি

দামাস্কাস: এভাবেও ফিরে আসা যায়৷ বারং বলা ভাল, জীবন বাঁচাতে এভাবেও লড়াই করা যায়৷ ধ্বংসস্তুপের মধ্যে সাত মাসের বোনকে এভাবেও ফিরিয়ে আনা যায়৷ না, এই ছবিটি না দেখলে সম্ভবত লড়াই বোঝা কঠিন৷ এক ছবিতেই শিরোনামে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এক মর্মান্তিক ভয়াবহতা৷ ছবিতে দেখা যাচ্ছে, বিমানহানায় ভেঙে পড়ছে আস্ত একটি বাড়ি৷ ধ্বংসস্তুপের মধ্যে রক্তাক্ত অবস্থায় মাথাতুলে দাঁড়িয়ে

এখনও প্রাণ আছে… বোনকে আগলে দিদি, আর্তনাদ বাবার, দেখন মর্মান্তিক ছবি

দামাস্কাস: এভাবেও ফিরে আসা যায়৷ বারং বলা ভাল, জীবন বাঁচাতে এভাবেও লড়াই করা যায়৷ ধ্বংসস্তুপের মধ্যে সাত মাসের বোনকে এভাবেও ফিরিয়ে আনা যায়৷ না, এই ছবিটি না দেখলে সম্ভবত লড়াই বোঝা কঠিন৷ এক ছবিতেই শিরোনামে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এক মর্মান্তিক ভয়াবহতা৷

এখনও প্রাণ আছে… বোনকে আগলে দিদি, আর্তনাদ বাবার, দেখন মর্মান্তিক ছবিছবিতে দেখা যাচ্ছে, বিমানহানায় ভেঙে পড়ছে আস্ত একটি বাড়ি৷ ধ্বংসস্তুপের মধ্যে রক্তাক্ত অবস্থায় মাথাতুলে দাঁড়িয়ে দিদি৷ সাত মাসের বোনকে কোনওক্রমে বাঁচিয়ে রাখার চেষ্টা৷ দুই কিশোরীর শরীর তখনও রক্তাক্ত৷ ভাঙা বাড়ি দেওয়ালে চাপা৷ বিপজ্জনকভাবে ঝুলছে বাড়ির ভাঙা অংশ৷

এখনও প্রাণ আছে… বোনকে আগলে দিদি, আর্তনাদ বাবার, দেখন মর্মান্তিক ছবিএকবুক ধ্বংসস্তুপের মধ্যে তখনও চলছে দু’ই কিশোরীর বাঁচার লড়াই৷ সাত মাসের বোনকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা দিদির৷ শিশুটির জামা টেনে ধরে রেখেছে দিদি৷ উপরে দাঁড়িয়ে আর্তনাদ বাবার৷ নিজে ধ্বংসস্তুপের মধ্যে থেকে দুই সন্তানকে বাঁচানোর লড়াই৷ স্থানীয়দের সহযোগিতায় শেষে উদ্ধার৷ সন্তানকে বাঁচাতে বাবার লড়াই কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব৷ দুর্ভাগ্যের বিষয় সাত মাসের সন্তানকে প্রাণে বাঁচানো গেলেও মারা গিয়েছে বোনকে বাঁচানো দিদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 13 =