পাকিস্তানের রাজপথে এবার ‘মহা-ভারতে’র পোস্টার

করাচি: অখণ্ড ভারতের দাবিতে পাকিস্তানের রাস্তায় পড়ল পোস্টার৷ ‘মহাভারত’ নামাঙ্কিত বিশেষ পোস্টারে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে৷ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শিব সেনা সাংসদ সঞ্জয় রাউতের একটি ঝাঁজাল মন্তব্য৷ ইসলামাবাদের একাধিক রাস্তায় এই ধরনের পোস্টার দেখা গিয়েছে৷ পশ্চিমে ইরান সীমান্ত থেকে উত্তরে চিন সীমান্ত পুরোটা জুড়ে গড়ে উঠবে

পাকিস্তানের রাজপথে এবার ‘মহা-ভারতে’র পোস্টার

করাচি: অখণ্ড ভারতের দাবিতে পাকিস্তানের রাস্তায় পড়ল পোস্টার৷ ‘মহাভারত’ নামাঙ্কিত বিশেষ পোস্টারে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে৷ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শিব সেনা সাংসদ সঞ্জয় রাউতের একটি ঝাঁজাল মন্তব্য৷ ইসলামাবাদের একাধিক রাস্তায় এই ধরনের পোস্টার দেখা গিয়েছে৷

পশ্চিমে ইরান সীমান্ত থেকে উত্তরে চিন সীমান্ত পুরোটা জুড়ে গড়ে উঠবে অখণ্ড ভারত৷ তৈরি হবে ‘মহাভারত’৷ সঙ্গে রয়েছে সনজয রাউতের বক্তব্য। ‘‘আজ আমরা জম্মু-কাশ্মীর আদায় করেছি৷ আগামিকাল আমরা বালোচিস্তান ও অধিকৃত কাশ্মীর দখল করব৷ এই সরকারের উপর আমাদের বিশ্বাস রয়েছে ও আমরা অখণ্ড ভারতের স্বপ্ন সফল করবই৷’’ কে বা কারা এই ধরনের পোস্টার লাগাল, সেই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + sixteen =