বাংলাদেশে দেড় হাজার পুলিশ কর্মী করোনায় আক্রান্ত

বাংলাদেশে দেড় হাজার পুলিশ কর্মী করোনায় আক্রান্ত

ঢাকা: বাংলাদেশে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি করোনায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ কর্মীরা। বাংলাদেশে প্রায় দেড় হাজার পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৮০ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। করোনায় এখনও পর্যন্ত ছয় জন পুলিশ কর্মী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। ঢাকাতে সব থেকে বেশি পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। প্রায় ৭০৮ জন পুলিশকর্মী শুধু ঢাকাতেই আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণের হার নিয়ে কোনও আশার কথা শোনাতে পারেননি। স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে আক্রান্তের সংখ্যা যখন ক্রমেই বেড়ে চলছে, তখন শিথিল করা হয়েছে লকডাউন। এরফলে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি যে হারে ভয়াবহ আকার নিচ্ছে, তা একটা সময় আসবে, যখন বাংলাদেশে দিনে ৬৫ হাজার করোনায় আক্রান্ত হতে পারেন। তাই এখন থেকেই সতর্ক থাকা প্রয়োজন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা সংক্রমণ দেরিতে শুরু হলেও, বর্তমানে আক্রান্তের হার হু হু করে বেড়ে চলেছে। ভারতে করোনা সংক্রমণের হার দক্ষিণ এশিয়ার চিনকে বাদ দিলে সব থেকে বেশি। তবে বাংলাদেশেও করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৬৩ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। আট জনের গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে। যার ফলে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৩ হাজার ৭৭০। মারা গিয়েছেন ২১০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =