কলকাতা: সমুদ্রের গর্ভে লুকিয়া থাকা রহস্যের হদিশ পেতে হামেশাই জলের নীচে ক্যামেরা রেখে আসেন ডুবুরি চিত্রগ্রাহকরা৷ তেমনই রাখা ছিল ক্যামেরাটা৷ কিন্তু কৌতুহলের বশে আস্ত ক্যামেরাটাই গিলে খেল ‘টাইগার শার্ক’ বা ‘টাইগার হাঙর’! আর তার পর..
আরও পড়ুন- কলেজের নতুন কোর্স, শিক্ষকদের সঙ্গে বসে পড়ুয়ারা দেখতে পারবেন পর্ন সিনেমা
সে বিষয়ে নিশ্চয় বলব৷ তার আগে কিছু কথা বলে নিই এই বিশেষ প্রজাতির হাঙরটি সম্পর্কে৷ রিকুয়েম হাঙরের একটি প্রজাতি হল টাইগার হাঙর বা টাইগার শার্ক। যার বিজ্ঞানসম্মত নাম ‘গ্যালিওসারডো কুভিয়ার’। এরা ‘গ্যালিওসারডো’ প্রজাতির একমাত্র জীবিত সদস্য। একটি পূর্ণবয়স্ক টাইগার হাঙর দৈর্ঘ্যে ৫ মিটারেরও বেশি লম্বা হতে পারে৷ গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে এদের দেখা মিলতেই পারে৷ তবে এই হাঙরদের পছন্দের জায়গা মধ্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের চারপাশে।
এই বিশষে প্রজাতির হাঙরের পেটের দু’পাশে বাঘের মতো ডোরা কাটা দাগ দেখতে পাওয়া যায়৷ সে কারণেই এদের অপর নাম টাইগার হাঙর৷ কিন্তু অদ্ভূত ভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শীরর থেকে সেই দাগ অদৃশ্য হতে থাকে।
সমুদ্রের অতলে অনেক সময়েই দল বেঁধে ঘুরে বেড়ায় সামুদ্রিক মাছেরা৷ তবে দল বেঁধে ঘোরাঘুরি একেবারেই না-পসন্দ টাইগার হাঙরের। একা একা সাগর বুকে ছুটে বেড়ানোই এদের পছন্দ৷ তারই মাঝে নিশ্চুপে ধরে ফেলে শিকার৷ খাদ্য হিসাবে এদের পছন্দ মাছ, সিল মাছ, স্কুইড, কচ্ছপ, সামুদ্রিক সাপ, ডলফিন৷ পাশাপাশি ছোট হাঙ্গরও খেয়ে থাকে এরা। সমুদ্রের আবর্জনা এবং পচনশীল খাবারও টাইগার হাঙরের বেশ পছন্দের। তবে কখনও কখনও এই শিকারি হাঙরকেও বিপদের সম্মুখীন হতে হয়৷ ঘাতক তিমি দলের সামনে পড়লে আর রক্ষে নেই৷
সম্প্রতি ইনস্টাগ্রামে তুলে ধরা হয়েছে এক টাইগার শার্কের কীর্তি৷ যেখানে দেখা গিয়েছে, কী ভাবে কৌতুহলবশত এক ডুবুরির রেখে আসা ক্যামেরা পেটে পুরল সে৷ তবে গলাধঃকরণ করে বিশেষ সুবিধা করতে পারেনি৷ তাই শেষমেষ ক্যামেরাটি উগরে দেয়। ‘জিমি দ্য কিড’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই চমকপ্রদ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।
ভিডিয়োতে দেখা গিয়ছে, ‘বাঘ’ হাঙরটি জলের তলায় রাখা ক্যামেরাটি দেখে আগ্রহী দৃষ্টিতে এগিয়ে আসছে৷ কাছে এসেই ঝপাং করে ক্যামেরায় কামড়৷ বাগে আনতে না পেরে ক্যামেরাটি একেবারে গিলেই ফেলে সে৷ সেই সুবাদে ক্যামেরায় ধরা পড়ে হাঙরের পেটের ভিতরের দৃশ্য। যা দেখে দারুণ উচ্ছ্বসিত নেট নাগরিকরাও। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই পেটের ভিতরে থেকে ক্যামেরা উগড়ে দেয় টাইগার হাঙরটি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
