চলতি বছরের মধ্যে ভ্যাকসিন তৈরির বিষয়ে আশাবাদী ট্রাম্প

চলতি বছরের মধ্যে ভ্যাকসিন তৈরির বিষয়ে আশাবাদী ট্রাম্প

ওয়াশিংটন: চলতি বছরের মধ্যেই ভ্যাকসিন তৈরি করা সম্ভব হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন। তখন দেশের সাধারণ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প জানিয়েছেন, ‘একবার ভ্যাকসিন তৈরি হলে দ্রুত দেশের মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব হবে। কারণ এই কাজের জন্য আমরা সামরিক বাহিনীকে কাজে লাগিয়েছি।’

এই মহামারীর জেরে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প চিনের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে। ট্রাম্প প্রথম থেকেই দাবি করেছে, করোনা ভাইরাস ল্যাবরেটরিতে তৈরি হয়েছে। চিনের মদতেই বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধ ঠেকাতে জানুয়ারি মাসে একটি চুক্তি হয়। সেই চুক্তি আর কার্যকর না থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রশাসন।

অন্যদিকে, আমেরিকায় করোনাতে মৃত্যুর যেন লাগাম পড়ানো যাচ্ছে না। আমেরিকা আক্রান্ত ও  মৃতের সংখ্যা হু হু করে বেড়ে গিয়েছে। আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৮৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তিন দিন মৃতের হার কিছুটা কম হলেও ফের নতুন করে করোনায় মৃতের হার বেড়েছে। গত  ২৪ ঘণ্টায় আমেরিকায় দেড় হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন, ২৬ হাজারের বেশি।সারা পৃথিবীতে করোনায় আক্রান্তের এক তৃতীয়াংশ আমেরিকায় আক্রান্ত হয়েছেন। আমেরিকায় করোনায়  মৃতের সংখ্যা সব থেকে বেশি। আমেরিকার পর রয়েছে ইউরোপ। ব্রিটেন ইউরোপের দেশগুলোর মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে রয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =