রাষ্ট্রসংঘের মানবাধিকার রিপোর্ট খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের রিপোর্ট খারিজ করে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার৷ রাষ্ট্রসংঘ তাদের রিপোর্টে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের বৈধতা দেওয়া হয়েছে বিশেষ একটি সম্প্রদায়কে৷ এই রিপোর্টের তীব্র বিরোধিতা করে নয়াদিল্লি জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করেছে৷ ওই রিপোর্ট প্রভাবিত হয়ে প্রকাশ করা হয়েছে৷ রিপোর্ট নিরপেক্ষ নয়৷ রাষ্ট্রসংঘের রিপোর্টে জানিয়েছে, ভারতে

রাষ্ট্রসংঘের মানবাধিকার রিপোর্ট খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের রিপোর্ট খারিজ করে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার৷ রাষ্ট্রসংঘ তাদের রিপোর্টে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের বৈধতা দেওয়া হয়েছে বিশেষ একটি সম্প্রদায়কে৷ এই রিপোর্টের তীব্র বিরোধিতা করে নয়াদিল্লি জানিয়েছে, রাষ্ট্রসংঘের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করেছে৷ ওই রিপোর্ট প্রভাবিত হয়ে প্রকাশ করা হয়েছে৷ রিপোর্ট নিরপেক্ষ নয়৷

রাষ্ট্রসংঘের রিপোর্টে জানিয়েছে, ভারতে সীমান্তে উত্তেজনার মূল কারণ অস্বীকার করছে৷ যার ফলে দেশের সার্বভৌম ক্ষুণ্ণ হচ্ছে৷ দেশের মধ্যে হিংসা ক্রমশ বাড়ছে৷ বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে পাকিস্তানকে তীব্র আক্রমণ করে জানিয়েছে, একটা দেশে ক্রমাগত জঙ্গিদের মদত দিয়ে আসছে৷ অন্যদিকে একটি দেশ সব সময় স্বতঃস্ফূর্ত গণতন্ত্র বিরাজ করছে৷ রাষ্ট্রসংঘ এই দুই দেশের মধ্যে পার্থক্য করতে গিয়ে গুলিয়ে ফেলেছে৷

রাষ্ট্রসংঘ তাদের রিপোর্টে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে৷ পাকি অধিকৃত কাশ্মীরেও একই অবস্থা বলেও রাষ্ট্রসংঘ দাবি করেছে৷ রাষ্ট্রসংঘ তাদের রিপোর্টে আরও জানিয়েছে, জম্মু-কাশ্মীরে প্রচুর নিরাপত্তা রক্ষী মোতায়েন হয়েছে৷ নির্যাতন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে জম্মু-কাশ্মীরে স্থানীয়দের সমস্যায় ফেলা হচ্ছে৷ পাল্টা বিদেশ মন্ত্রক জানিয়েছে, জম্মু ও কাশ্মীর ভারত অংশ৷ পাকিস্তান জম্মু-কাশ্মীরের অংশ দখল করতে চাইছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =