রাষ্ট্রপুঞ্জের গাড়ির অন্দরে যৌন মিলন! ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া মুখপাত্রের

রাষ্ট্রপুঞ্জের গাড়ির অন্দরে যৌন মিলন! ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া মুখপাত্রের

 

নিউইয়র্ক:  চরম লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে রাষ্ট্রপুঞ্জ। নেপথ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গাড়ির মধ্যে লাল রঙের পোশাক পরিহিতা এক মহিলা এক ব্যক্তির কোলে বসে যৌন মিলন করছেন। গাড়ির সামনের আসনে আর এক টাকমাথা ব্যক্তিকেও বসে থাকতে দেখা গেছে ওই ভিডিওয়। সমস্যা হচ্ছে, যে গাড়িটিতে এই কাণ্ড ঘটেছে তার প্লেটটি রাষ্ট্রপুঞ্জের শাখা ইউনাইটেড নেশন্স ট্রুস সুপারভিশন অর্গানাইজেশনের (ইউএনটিএসও) অধীন। যৌন মিলনে রত দুজনেই ইউএনটিএসও-র কর্মী বলে মনে করা হচ্ছে।

বলা বাহুল্য, দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ভিডিও এবং মুখ পুড়েছে রাষ্ট্রপুঞ্জের। তড়িঘড়ি তাই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে তারা। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্রের তরফে একটি টুইটে জানানো হয়, এই ভিডিওটি দেখে তারা অত্যন্ত বিরক্ত বোধ করেছে। খুব দ্রুত তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র আন্তনিও গুতেরেস এই ঘটনাকে ‘জঘন্য’ বলে ব্যাখ্যা করেছেন। এবং এই কাজ তাদের কর্মনীতির একেবারেই পরিপন্থী বলে জানিয়েছেন গুতেরেস।

ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি ইতিমধ্যেই এই ঘটনার স্থান নির্ণয় করতে সক্ষম হয়েছে। তাদের মতে, ইজরায়েলের তেল আভিভ শহরের সিফ্রন্টের বড় রাস্তায় এই ভিডিও শুট করা হয়েছে। এই ইউএনটিএসও-র সদর দফতর জেরুজালেমে। ইউএনটিএসও প্রথম শান্তিরক্ষক মিশন যা ১৯৪৮ সালে পথচলা শুরু করে। যুদ্ধবিরতি, সামরিক চুক্তির ওপর নজর রাখা এই সংস্থার প্রধান কর্তব্য। আপাতত এই ভিডিওর জন্য যে অশান্তির সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক করতে বেশ কাঠখড় পোড়াতে হবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 1 =