মার্কিন কূটনীতিদের মগজ ধোলাই, হামলায় আশঙ্কায় শুরু তদন্ত

আমেরিকা : কিউবায় কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে জখন ৪০ জন মার্কিন কূটনীতি৷ তাঁদের মস্তিষ্কে স্ক্যানে হেরফের ধরা পড়েছে৷ অন্য একদল লোকের মস্তিষ্কের অবস্থার সঙ্গে তুলনা করে এই ফারাক দেখা গিয়েছে৷ ২০১৬ সালের শেষ থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত কূটনীতিকদের এই লক্ষণের কারণ নিয়ে তাঁরা অবশ্য কিছু বলেননি৷ তবে রোগীদের মস্তিষ্কের এমআরআই নিশ্চিত করছে যে

মার্কিন কূটনীতিদের মগজ ধোলাই, হামলায় আশঙ্কায় শুরু তদন্ত

আমেরিকা : কিউবায় কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে জখন ৪০ জন মার্কিন কূটনীতি৷ তাঁদের মস্তিষ্কে স্ক্যানে হেরফের ধরা পড়েছে৷ অন্য একদল লোকের মস্তিষ্কের অবস্থার সঙ্গে তুলনা করে এই ফারাক দেখা গিয়েছে৷ ২০১৬ সালের শেষ থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত কূটনীতিকদের এই লক্ষণের কারণ নিয়ে তাঁরা অবশ্য কিছু বলেননি৷ তবে রোগীদের মস্তিষ্কের এমআরআই নিশ্চিত করছে যে এই মানুষগুলোর মস্তিষ্কে কিছু একটা ঘটেছে৷ সেটা খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন গবেষকরা৷

২০১৬ সাল থেকেই হাভানায় কর্মরত কূটনীতিকরা ও তাঁদের পরিবারের লোকজন খারাপ দৃষ্টি, অস্বাভাবিক চোখের গতি, মনঃসংযোগ ও ভারসাম্যের অভাব, উদ্বেগের মতো রোগে ভুগেছেন৷ ২০১৭ সালের সেপ্টেম্বরে আমেরিকার তাদের কূটনীতিকদের বেশির ভাগকেই কিউবা থেকে ফিরিয়ে আনে৷ তাঁদের কেউ কেউ সুস্থ হয়ে কাজে ফিরেছেন, কেউ কেউ এখনও চিকিৎসাধীন৷ একই কাণ্ড ঘটেছিল কানাডার কূটনীতিকদের সঙ্গেও৷ তারাও ১৪ জন কানাডার নাগরিককে ফিরিয়ে নিয়েছিল৷ কিউবায় থাকার সময় ব্রেন ড্যামেজের অভিযোগ মিথ্যা বলে সেই দেশের তরফে জানানো হয়েছে৷ এটা আসলে কিউবার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারির জন্য আমেরিকর মুখবন্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + fifteen =