চিনের নাকের ডগায় শক্তি প্রদর্শন আমেরিকার, ঘুম ছুটেছে বেজিং প্রশাসনের

চিনের নাকের ডগায় শক্তি প্রদর্শন আমেরিকার, ঘুম ছুটেছে বেজিং প্রশাসনের

 

ওয়াশিংটন: ভারত-চিন সীমান্ত সংঘাতের আবহে এবার বেজিং প্রশাসনের নাকের ডগায় শক্তি পরীক্ষা করল আমেরিকা৷ দক্ষিণ চিন সাগরে সামরিক শক্তির মহড়া প্রদর্শন করেছে মার্কিন সেনাবাহিনী৷ আর তাতেই রাতের ঘুম ছুটেছে বেজিং প্রশাসনের কর্তাদের৷

লাদাখ সীমান্তে দাঁড়িয়ে ইতিমধ্যেই চিনের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিয়েছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা বিবৃতি দিয়েছে চিন৷ সীমান্ত সংঘাত নিয়ে ভারত অতিরঞ্জিত ভাবে দেখাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে চিনের তরফে৷ লাদাখ ইস্যুতে যখন ভারত-চিনের মধ্যে ছায়া-যুদ্ধ অব্যাহত, ঠিক তখন  চিনের নাকের ডগায় আমেরিকার শক্তি প্রদর্শন রাতের ঘুম ছুটেছে বেজিং প্রশাসনের৷

দক্ষিণ চিন সাগরে শক্তি পরীক্ষা করেছে মার্কিন বিমানবাহিনীর৷ চারটি যুদ্ধজাহাজ ও দুটি যুদ্ধবিমান, রণতরীর মাধ্যমে শক্তি প্রদর্শন মার্কিন সেনার৷ এর আগে ওই এলাকায় মহড়া করেছিল চিন৷ ওই সময় চিনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিল মার্কিন প্রশাসনের আঁতুড়ঘর হোয়াইট হাউস৷ চিনের শক্তি পরীক্ষা করা দক্ষিণ চিন সাগরের ওপরে মার্কিন সেনার শক্তি প্রদর্শন নতুন করে বিশ্ব রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে৷চারটি যুদ্ধজাহাজ ও দুটি বিমানবাহীর রণতরীর দিনও রাতভর মহড়া করেছে বলে জানা গিয়েছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চিনের নাকের ডগায় মার্কিন রণতরীর মহড়া ঘিরে নতুন করে শুরু হয়েছে চর্চা৷

করোনা মহামারী পরিস্থিতি তৈরির জন্য চিনকে দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ দিয়েছিলেন হুঁশিয়ারি৷ চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক ইতিমধ্যেই চাপিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন৷ ভারতও চিনের বিরুদ্ধে আর্থিক অবরোধের পথ নিয়েছে৷ ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়েও ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন৷ এবার ভারত-চীন সংঘাতের আবহে চিন সাগরে আমেরিকার শক্তি প্রদর্শন ঘিরে নতুন করে চিন্তা বাড়ছে বেটিং প্রশাসনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − nine =