‘ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত’, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল আমেরিকা

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা৷ তিনি ইস্তফা দেওয়ার পরই অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন সে দেশের সেনা প্রধান৷ সেই…

US Bangladesh Relations

ওয়াশিংটন: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা৷ তিনি ইস্তফা দেওয়ার পরই অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন সে দেশের সেনা প্রধান৷ সেই মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস৷ এর পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সে দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত বলে জানিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার মহম্মদ ইউনুসের শপথ গ্রহণের পরই আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক হিংসা বন্ধে আহ্বান জানিয়েছেন মহম্মদ ইউনুস৷ আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকার এবং মহম্মদ ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি সুষ্ঠ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে সচেষ্ট। তাই আমরা বাংলাদেশ সরকার এবং ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত৷”