ব্যস্ত রাস্তায় ছুটে বেরাচ্ছে জেবরা, দিক-দিশাহীন সেই জেবরা দেখে দৌড়দৌড়ি! রীতিমতো যানজট

ব্যস্ত রাস্তায় ছুটে বেরাচ্ছে জেবরা, দিক-দিশাহীন সেই জেবরা দেখে দৌড়দৌড়ি! রীতিমতো যানজট

 

সিওল: শান্ত-সুষ্ঠ ট্রাফিক সিগন্যাল। ঝকঝকে রাস্তা। জেব্রা লাইন নয় বরং আস্ত একটা জেব্রাই ভেঙে দিল কড়া ট্রাফিক সিগনাল। কী করবে বুঝে উঠতে না পেরে জেব্রাকে ছুটতে দেওয়া হল। বরং থমকে গেল যান চলাচল। ভাইরাল এই ফুটেজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের। যেখানে জেব্রার ছোটাছুটিতে একেবারে স্তব্ধ সিওলের যান চলাচল থেকে মানুষজন। যদিও নীরিহ সেই প্রানীর ভ্রুক্ষেপ নেই নিজের কীর্তি কলাপ নিয়ে। সিওলের রাজপথ থেকে অলি গলি পেরিয়ে জেব্রাটি দিকভ্রষ্ট হয় অবশেষে। বুঝে উঠতে পারে না কোথায় যাবে সে।

 

টানা তিন ঘণ্টা এভাবে জেব্রা তাণ্ডব চলার পর প্রানীটিকে জালবদ্ধ করতে সফল হন আপত্কালীন পরিষেবায় নিযুক্ত কর্মীরা। যদিও নেটিজেনদের প্রশ্ন একটাই, হঠাত্ ব্যস্ত রাস্তায় জেব্রাটি এলোই বা কী করে। জানা যাচ্ছে, সিওলের চিলড্রেনস গ্র্যান্ড পার্ক জু- থেকে পালিয়ে এসেছে জেব্রাটি। সোজাসুজি উঠে পড়ে সিওলের ব্যস্ততম রাস্তায়। তার গতিবিধিতে অন্তত ঘণ্টা তিনেক যানচলাচলকে স্তব্ধ রাখে। মানুষের আকর্ষন ও ভয় দুটোই বাড়ায়। কারণ, জেব্রাটি রাজপথ থেকে ক্রমশ জনবসিতপূর্ণ এলাকাতেও ঢুকে পরে। জালে পেলে জেব্রাটিকে পাঠিয়ে দেওয়া হয়ছে তার ঠিকানায়, চিড়িয়াখানায়। সিওলের ব্যস্ত রাস্তা জেব্রা মুক্ত হয় অবশেষে।

 

কোভিডকালে এই ধরণের নানা ঘটনার চাক্ষুস হয় বিশ্ব। কখনও সিডনির রাস্তায় ক্যাঙারু ছোটে,কখনও ভেনিসের পরিচ্ছন জলের মাছ উপরে এসে খেলে বেরায় কখনও বা হিংস্র পানীকেও রাস্তায় হাঁটতে দেখা যায়। কারণ অতিমারির বিশ্বে লকডাউনে বিশ্বের গুরুত্বপূর্ণ সড়ক তখন স্তব্ধ। নেই মানুষজন, যানবাহন। এবার অনেকটাই যেন সেই স্মৃতির ক্যানভাসেই ফিরে যাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =